1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দূষণবিধি, প্রতিষ্ঠাবার্ষিকী আর দেলোয়ারের জবাব

১ সেপ্টেম্বর ২০১০

রাজধানী ঢাকায় বহু শিল্প মানছে না দূষণ নিয়ন্ত্রণ বিধি৷ বিএনপি-র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আর খালেদা প্রসঙ্গে হাসিনার মন্তব্যের বিস্ফোরক জবাব দিলেন দেলোয়ার৷

https://p.dw.com/p/P1Gi
ঢাকা,বাংলাদেশ,বিএনপি,দূষণ,হাসিনা,দেলোয়ার হোসেন, খালেদা জিয়া, প্রতিষ্ঠাবার্ষিকী,Dhaka, Pollution, BNP,Daily Star, Delwar Hossain, Khaleda Jia, Hasina
কারখানার রাসায়নিক বর্জ্য থেকে দূষণ নিয়ন্ত্রণের বিধি মানা হচ্ছে না বহুলাংশে(ফাইল ছবি)ছবি: AP

বারবার সতর্কতা স্বত্ত্বেও দূষণ নিয়ন্ত্রণ বিধি মানা হচ্ছে না

ফ্যাব্রিক, ডাইং এবং ট্যানারি এই তিনটি শিল্পক্ষেত্রে দূষণবিধি অবহেলা করা হচ্ছে এবং তা চরম মাত্রায়৷ দৈনিক ডেইলি স্টার তাদের বুধবারের সংস্করণে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানাচ্ছে, পরিবেশ মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরাই সংবাদপত্রের প্রতিনিধিকে জানিয়েছেন, রাজধানী ঢাকা এবং তার আশপাশে ৩১১টি এরকম কারখানা রয়েছে যারা দূষণ নিয়ন্ত্রণের যাবতীয় নির্দেশ উপেক্ষা করে নদী , খাল এবং অন্যান্য জলা জায়গায় ভয়ংকর মাত্রায় রাসায়নিক দূষণের সৃষ্টি করে চলেছে৷ এই কারখানাগুলিকে তাদের পণ্য উৎপাদনকালে উদ্ভূত দূষণ নিয়ন্ত্রণে ‘এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট' বা ইটিপি ব্যবহারের যে নির্দেশ দিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পরিষদ, তারা সেগুলির কোনটাই অনুসরণ করছে না৷ এর ফলে রাজধানীর দূষণ সমস্যা অদূর ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়৷

বিএনপি-র প্রতিষ্ঠাবার্ষিকী আজ, রয়েছে নানা কর্মসূচি

Bangladesch Wahlen 2008
ঢাকার নয়াপল্টনে বিএনপি-র সদরদপ্তর (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

বিএনপি-র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পয়লা সেপ্টেম্বর৷ ১৯৭৮ সালের এই দিনেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের শক্তিমঞ্চ হিসেবে এই দল প্রতিষ্ঠা করেন৷ এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম একটি রাজনৈতিক দল হিসেবে স্থান করে নিয়েছে বিএনপি৷ এবার দলের চেয়ারপারসনের অনুপস্থিতি এবং রমজানের কারণে সীমিত কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে৷ দৈনিক কালের কন্ঠ তাদের বিশ্লেষণী প্রতিবেদনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলছে, ‘দলীয় কোন্দল, অগোছালো সাংগঠনিক কর্মকাণ্ড, শীর্ষ পর্যায়ের নেতৃত্বের নিষ্ক্রিয়তা এবং সহযোগী সংগঠনের স্থবিরতার মধ্যে আজ বিএনপি পালন করতে যাচ্ছে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী৷ গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে বিএনপি৷ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে সাংগঠনিকভাবে আরো নাজুক অবস্থা তৈরি হয়েছে৷' কালের কন্ঠ এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘৩২ বছরে বিএনপি এখন ছন্দহারা'৷

‘মায়ের চেয়ে মাসীর দরদ বেশি'-মন্তব্য দেলোয়ারের

প্রায় সবক'টি সংবাদপত্র এবং বিডিনিউজটোয়েন্টিফোর ওয়েবসাইট জানাচ্ছে, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের এই বিস্ফোরক মন্তব্য৷ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে দেলোয়ার বলেছেন, খালেদা জিয়া সন্তানদের দেখতে যান না- প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ‘মায়ের চেয়ে মাসীর দরদ বেশি' প্রবাদের মতোই৷ খালেদা জিয়ার প্রসঙ্গে হাসিনা সোমবার এই মন্তব্যটি করেছিলেন৷ হাসিনা বলেন, সন্তান নয়, সম্পদের প্রতিই খালেদার বেশি আকর্ষণ৷ সে কারণেই অসুস্থ পুত্র আরাফাতকে দেখতে বিরোধী নেত্রী খালেদা জিয়া বিদেশে যাননি৷

সংকলন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা