1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেবারতি গুহ

১৭ সেপ্টেম্বর ২০১৬

‘‘গল্প শোনার, গল্প বলার আগ্রহ আমার ছোটবেলা থেকেই৷ আর নতুন নতুন গল্পের টানেই চলে আসা সাংবাদিকতায়৷’’ বিশ্বের কোথায় কী ঘটছে, কেন ঘটছে – তা নিয়ে দেবারতির আগ্রহ, জানার ইচ্ছা আজও ফুরিয়ে যায়নি৷

https://p.dw.com/p/1K43g
09.2016 DW Onneshon (Projekt Zukunft bengalisch) Moderatorin Debarati Guha / Detailseite Moderatorenbio

দেবারতি গুহ বাংলা বিভাগের প্রধান৷ কলকাতা-ঢাকায় শৈশব-কৈশোর কাটানোর পর তিনি নতুন দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং এমফিল ডিগ্রি লাভ করেন৷ পরে জার্মান দৈনিক, ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং-এর সঙ্গে কর্মরত থাকেন৷ ডিডাব্লিউ-তে বেতার, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকতায় প্রশিক্ষণ নেন দেবারতি৷ ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কারী সম্পাদক ছিলেন৷

জন্ম: কলকাতা / ভারত

ভাষা: বাংলা, হিন্দি, ইংরেজি, জার্মান, উর্দু, স্প্যানিশ

পছন্দের ১০ শহর: ঢাকা-কলকাতা, বন-কোলন, বার্লিন, মাদ্রিদ, লন্ডন, নিউ ইয়র্ক, সানফ্রানসিসকো

প্রিয় গান: আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে...