1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে দেশে সমকামী অধিকার

৯ ডিসেম্বর ২০১৩

সমকামিতা বিষয়ে মিশরের প্রথম ছবি ‘ফ্যামিলি সিক্রেটস’ নিয়ে রক্ষণশীল মুসলিম দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে৷ সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় মুক্তির মুখ দেখছে না পরিচালক হ্যানি ফৌজি’র ছবিটি৷

https://p.dw.com/p/1AUk9
ছবি: Mladen Antonov/AFP/Getty Images

ফৌজি এএফপিকে জানিয়েছেন, পুরো সিনেমায় কোনো যৌন দৃশ্য রাখা হয়নি৷ কিন্তু সেন্সর বোর্ড সিনেমার বিষয় নিয়েই প্রশ্ন তুলেছে এবং ১৩টি দৃশ্য বাদ দেয়ার দাবি জানিয়েছে৷ কাহিনির লেখক মোহাম্মদ আব্দেল কাদের জানিয়েছেন, একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি লিখেছিলেন৷

ফৌজি মনে করেন, ১৩টি দৃশ্যের মধ্যে একটি দৃশ্য কাহিনির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা বাদ দিলে পুরো গল্পই অর্থহীন হয়ে পড়বে৷ সেন্সর বোর্ডের প্রধান আহমেদ আওয়াদ এএফপিকে জানিয়েছেন, ফ্যামিলি সিক্রেটস মুভিটি সমকামিতার বিষয় নিয়ে করায় এটিকে ছাড়পত্র দেয়া হয়নি৷ পরিচালককে কিছু দৃশ্য বাদ দিতে বলা হয়েছে, আর কেবল তাহলেই মুক্তি দেয়া হবে, বলে জানান তিনি৷

এদিকে, পশ্চিমা বিশ্বে সমকামী সম্পর্ক সমর্থনকারী অন্যতম সেলিব্রেটি সংগীত শিল্পী এলটন জন সম্প্রতি রাশিয়া সফর করেন৷ শুক্র ও শনিবার রাশিয়ার রাজধানী মস্কো ও কাজান এর ভোল্গা শহরে কনসার্ট করেন তিনি৷ কনসার্টের উদ্দেশ্যই ছিল সমকামীদের অধিকারের বিষয়ে সচেতনতা বাড়ানো৷

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ এই শিল্পী বলেন, সমকামী অধিকারের ক্ষেত্রে রাশিয়ার অবস্থা খুবই খারাপ৷ চলতি বছরের জুনে সমকামিতার বিরুদ্ধে প্রচারণা নিষিদ্ধ করে আইনে সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ১৯৮৮ সালে জনসমক্ষে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন এলটন জন৷

এপিবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য