1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে ফিরেছেন মুক্ত নাবিকরা

২২ মার্চ ২০১১

সোমালিয়ান জলদস্যুদের হাতে আটক ২৬ জন বাংলাদেশি নাবিক দেশে ফিরে এসেছেন৷ তিন মাস পর মুক্ত হয়ে তাঁরা ওমান থেকে সোমবার বিকেলে চট্টগামে এবং রাতে ঢাকায় ফিরে আসেন৷

https://p.dw.com/p/10eqx
সোমালি জলদস্যুরা নিয়মিতই জাহাজ ছিনতাই করছে (ফাইল ফটো)ছবি: AP

ঢাকায় ফিরে আসা নাবিকরা ডয়চে ভেলেকে জানান, মুক্তির আনন্দের কথা৷ আর দাবি করেন সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার৷

এমভি জাহান মণির প্রকৌশলী আবুল বাসার যেন নতুন জীবন ফিরে পেয়েছেন৷ তিনি ভাবতেও পারেননি আবার দেশে ফিরে আসতে পারবেন৷ আবার তিনি দেখতে পাবেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মুখ৷ তিনি বলেন, সবার চেষ্টা আর দোয়ার কারণেই তাঁরা দ্রুত মুক্তি পেয়েছেন৷

তিনি জানান, আটক অবস্থায় তাঁদের প্রতিটি মুহূর্ত কেটেছে মৃত্যু আতঙ্কে৷ তাঁরা ছিলেন সশ্স্ত্র পাহারার মধ্যে৷

আরেকজন প্রকৌশলী তরিকুল ইসলাম৷ তিনি জলদস্যুর কবলে পড়ার পর এক নিকটাত্মীয়কে হারিয়েছেন৷ তাঁকে আর কখনোই দেখতে পাবেন না৷ তাই তাঁর মুক্তির আনন্দ স্বজন হারানোর বেদনায় অনেকটা ভারাক্রান্ত৷ তাঁর স্ত্রী মাহফুজা তরিক স্বামীকে ফিরে পেয়ে খুবই খুশী৷

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন অনেক সহকর্মী নাবিক৷ তাঁদের একজন আলাউদ্দিন আহমেদ৷ তিনি বলেন, তাঁদের সহকর্মীরা জলদস্যুদের কবলে পড়ায় তাঁরাও এখন আতঙ্কিত৷ তাদের পরিবারও উদ্বেগের মধ্যে রয়েছে৷ তিনি সোমলিয়ার জলদস্যুদের প্রতিরোধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানান৷

বাংলাদেশের ব্রেভ রয়াল শিপিং-এর মালিকানাধীন এমভি জাহান মনি গত ৫ই ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হয়৷ ৪৩ হাজার টন আকরিক খনিজ নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাচ্ছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য