1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রগবার দারুণ হ্যাটট্রিক, চেলসি জিতল ৬-০

১৫ আগস্ট ২০১০

দিদিয়ের দ্রগবা আবার অ্যাকশনে৷ ওয়েস্ট ব্রুমকে শনিবার নাস্তানাবুদ করে দিল চেলসি৷ ফলাফল ৬-০৷ আর দ্রগবা একাই হ্যাটট্রিক৷ বিশ্বকাপের হাত ভাঙা মহারথী আবার ভয়ংকর৷

https://p.dw.com/p/Onw6
Didier Drogba
বিশ্বকাপে ভাঙ্গা হাত নিয়েই খেলেছিলেন দ্রগবাছবি: AP

হাফ টাইমের আগে তখন অতিরিক্ত এক মিনিট সময়ের খেলা চলছে৷ দ্রগবার পায়ে ফ্রিকিক৷ বারো মিটার দূর থেকে গোলার মত শটে সোজা ব্রুমের গোলে বল৷ এরপর ৫৫ আর ৬৮ মিনিটে আরো দুটো গোল৷ হ্যাটট্রিক৷ নতুন মরশুমের শুরুটা চেলসি করল দারুণভাবে৷ গত মরশুমের শেষ খেলাটাতে যে চেলসি দল উইগানদের ৮-০ হারিয়ে শেষ করেছিল, নতুনের গোড়াতে সেই তারাই আবার পেয়ে গেল ৬-০ গোলের রাজকীয় বিজয়৷ দারুণ খেলেছেন ল্যাম্পার্ড, মালুদা থেকে শুরু করে কোল, টেরি অ্যালেক্স সকলেই৷ খেলাটা ঐতিহাসিকও৷

ঐতিহাসিক৷ কারণ, প্রিমিয়ার লিগের ইতিহাসে একটা রেকর্ডও শনিবার গড়ে দিল চেলসি৷ গড়লেন সকলে মিলে৷ লিগের প্রথম খেলাতেই এতবড় মাপের বিজয় পাওয়ায় চেলসি লিগ টেবিলের শীর্ষে প্রথম দিনেই৷ এ রেকর্ড সর্বকালীন৷

‘গোটা দলটাই ছন্দে খেলেছে৷' খেলা শেষের পর তৃপ্ত চেলসি কোচ কার্লো আনচেলেত্তি বলেছেন সাংবাদিকদের৷ সবচেয়ে বেশি এদিন চোখে পড়েছে দ্রগবার ফিটনেস৷ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কনুই ভেঙে ফেলে বিশ্বকাপেই প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছিলেন দ্রগবা৷ তাঁর দেশ আইভরি কোস্ট তাদের ক্যাপ্টেনকে বিশ্বকাপে পুরোপুরি পায়নি৷ এখন অবশ্যি দ্রগবা পুরোপুরি ফিট৷ বুঝিয়ে দিয়েছেন যে সেই দ্রগবা ম্যাজিক আবার ফিরে এসেছে৷ তাছাড়া, প্রিমিয়ার লিগে চেলসি যে এবার পূর্ণ মহিমায় সেটাও প্রমাণ হয়ে গেছে শনিবার৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম