1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধনাঢ্য তরুণী খুন, অন্ধকারে পুলিশ

২ মার্চ ২০১১

লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের দিন কাটছে চরম দুর্দশায়৷ এই নিয়ে শিরোনাম করেছে অধিকাংশ দৈনিক৷ এছাড়া রয়েছে সিলেটে তরুণীকে হত্যার খবর৷ আর ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফর নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/10Rif
প্রতীকী ছবিছবি: Fotolia/Arman Zhenikeyev

শিরোনামে লিবিয়া

প্রায় সব দৈনিকের মূল শিরোনামে লিবিয়া৷ দৈনিক যুগান্তর লিখেছে, ‘অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন আটকেপড়া বাংলাদেশিরা'৷ লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিরা দেশে তাদের পরিবার-পরিজনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছে৷ সেদেশে সরকারবিরোধী আন্দোলনের কারণে চরম দুর্দশায় আছে বাংলাদেশিরা৷ অনেকেরই অর্থ সংকট দেখা দিয়েছে৷ নিয়মিত খাদ্য-পানিও পাচ্ছেনা আটকেপড়া মানুষরা৷ এই অবস্থায় তাদের উদ্ধারে সরকারের সহযোগিতা চাইছে লিবিয়া প্রবাসীরা৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘লিবিয়া পরিস্থিতি, বুধবার ফিরছেন আরো ৫২৬ জন'৷ লিবিয়া থেকে টিউনিশিয়া ও গ্রিসে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের মধ্যে ৫২৬ জন বুধবার দেশে ফিরে আসবেন৷ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য৷ এছাড়া সোমবার লিবিয়া থেকে দেশে ফেরেন ১০১ জন বাংলাদেশি৷

সিলেটে তরুণীকে হত্যা

‘পুলিশ অন্ধকারে' - শিরোনাম দৈনিক সমকালের৷ সিলেটে গৃহকর্মীসহ তরুণী মিলির হত্যাকাণ্ডের কোন কুল-কিনারা পাচ্ছে না পুলিশ৷ সোমবার রাতে মিলি এবং গৃহকর্মীর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ৷ ময়নাতদন্তে অবশ্য মরদেহের গলায় ও পায়ে এলোপাতাড়ি বঁটির কোপের চিহ্ন পাওয়া গেছে৷ স্থানীয় নারীনেত্রী হিসেবে পরিচিত ছিল মিলি৷ সম্পত্তির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো জানিয়েছে, ‘সিলেটে গৃহকর্মীসহ তরুণী খুন, সূত্র পাচ্ছে না পুলিশ'৷ এই হত্যাকাণ্ডের কারণ সন্ধানে চেষ্টা চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ৷ তবে মঙ্গলবার রাত পর্যন্ত হত্যার কোন সূত্র খুঁজে পাওয়া যায়নি৷

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল

দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায়'৷ কয়েক বছর পর আবারো বাংলাদেশে হাজির ক্যারিবিয়ানরা৷ শুক্রবার টাইগারদের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপে মিলিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ৷ আগের বিশ্বকাপে বাংলাদেশ দল ক্যারিবিয়ানদের কাছে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল৷ তবে, বছর দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজেই সেদলকে বধ করে বাংলাদেশ৷ তাই, এবার জয়ের আশা করতেই পারে স্বাগতিকরা৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘রোচকে নিয়ে চিন্তা আছে দুশ্চিন্তা নেই'৷ ক্যারিবিয়ানদের অন্যতম ভরসা কেমার রোচ৷ তার প্রচণ্ড গতির বল সামলাতে বেগ পেতে হতে পারে টাইগারদের৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন