1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধনী দেশগুলোর প্রতি ইউনিসেফের আহ্বান

১৭ মে ২০২১

ভারত টিকা রপ্তানি কমানোয় অনেক দেশ এখন চরম সংকটের মুখোমুখি৷ তাই ধনী দেশগুলোর প্রতি সংকট নিরসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক৷

https://p.dw.com/p/3tV44
UNICEF | Henrietta H. Fore
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরছবি: Orlando Sierra/AFP/Getty Images

আগামী জুনে ব্রিটেনে অনুষ্ঠিত হবে জি-সেভেন সম্মেলন৷ সম্মেলনকে সামনে রেখে একটা প্রতিবেদন তৈরি করেছে বিজ্ঞান বিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান এয়ারফিনিটি৷ প্রতিবেদনে বলা হয়েছে, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো গত তিন মাসে যে পরিমাণ ভ্যাকসিন সংগ্রহ করেছে, তা থেকে মাত্র ২০ ভাগ দান করলেই ভ্যাকসিনের অভাবে সংকটের মুখোমুখি অনুন্নত দেশগুলো ১৫ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে৷ এতে দেশগুলো সংকট অনেকটা সামাল দিতে পারবে বলেও প্রতিবেদনে বলা হয়৷

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও ভ্যাকসিন-বৈষম্যের তীব্র সমালোচনা করে ধনী দেশগুলোর প্রতি উদার মানসিকতা নিয়ে বিপর্যয়ের আশঙ্কার মুখে থাকা দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন৷

Montenegro  | Covax Lieferung aus Montenegro, Podgorica
ছবি: Bojana Cupic/EU

এবার একই আহ্বান জানালেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর৷ জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে ভ্যাকসিন বিতরণ ব্যবস্থা কোভ্যাক্স-এ যত বেশি সম্ভব ভ্যাকসিন দান করার আহ্বান জানিয়েছেন তিনি৷ তিনি বলেন, ভারতে কোভিড-১৯-এর সংক্রমণ ব্যাপকভাগে ছড়িয়ে পড়ছে, সেকারণে সে দেশ সেরামের তৈরি অপেক্ষাকৃত স্বল্প মূল্যের অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন রপ্তানি কমিয়ে দেয়ায় বিভিন্ন দেশ সংকটে পড়তে চলেছে৷ তাই জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে দরিদ্র দেশগুলোকে কিছু টিকা দিয়ে দেয়ার

অনুরোধ জানিয়ে হেনরিয়েটা ফোর বলেন, ‘‘এই মুহূর্তে (জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর) হাতে থাকা টিকার মধ্যে অতিরিক্ত যেটুকু আছে তা দান করে খণ্ডকালীন চাহিদা পূরন করা ন্যূনতম, প্রয়োজনীয় এবং জরুরি দাবি৷''

এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)