1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তবু পাশে থাকব’

১৪ জুলাই ২০১৪

শেষ হলো বিশ্বকাপ ২০১৪৷ তবে উন্মাদনা এখনো শেষ হয়নি৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এখনো চলছে কথার লড়াই৷ জার্মানিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাই থাকছে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ৷

https://p.dw.com/p/1CcbR
Fußball WM 2014 Fans Jubel
ছবি: picture-alliance/dpa

প্রিয় দলের প্রতি অনুরাগ অবশ্য তাতে কমার নয়৷ সামহয়্যার ইন ব্লগে তানি তানিশা লিখেছেন, ‘‘বিশ্বকাপ নিয়ে কিছু কথা৷''

তিনি জানিয়েছেন, ‘‘আমি সত্যি অনেক খুশি হয়েছি জার্মানি এই বিশ্বকাপে জয়ী হওয়ায়৷ তার একমাত্র কারণ হলো বাংলাদেশের কিছু মানুষের বাড়াবাড়ি রকম শুধু আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি পক্ষপাতিত্ব৷'' তানিশার মতে, ‘‘আমাদের দেশের অনেকে ভুলেই গিয়েছে যে বিশ্বকাপ ফুটবলে এই দুই দেশ ছাড়া অন্য কোনো দেশও খেলে৷ তাঁদের জন্য আজ জার্মানির এই জয়টা জরুরি ছিল৷''

উগ্র সমর্থকদের উগ্র আচরণের উল্লেখও আছে তাঁর লেখায়৷ তানিশা এ প্রসঙ্গে লিখেছেন, ‘‘কথায় কথায় আমাদের মাঝে ভালো খেলোয়াড়দের গালি দেয়ার একটা প্রবণতা আছে৷ আমার এক বন্ধু বলল ‘মেসি আজ কি খেলল? একটাও গোল দিতে পারেনাই'৷ আমার কথা হচ্ছে, তাঁরা তাঁদের সর্বোচ্চ চেষ্টাই করেন খেলার মাঠে৷ আমরা ঘরে বসে খেলা দেখি শুধু৷ আমাদের যদি এই খেলার মাঠে ছেড়ে দেয়া হয় তখন আসলেই বুঝব কতো ল্যাঙে কতো গোল করা যায়৷ একটা খেলায় হারজিত থাকবেই৷ তার জন্য কাউকে গালি দেয়া বা খুশিতে আতশবাজি পোড়ানোর কিছু নেই৷''

শেষে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকদের প্রতি কিছু প্রশ্নও রেখেছেন তানিশা৷ প্রশ্নগুলো হলো, ‘‘১) কেন আপনি আর্জেন্টিনা/ব্রাজিলের সমর্থক?

২) কেন বাংলাদেশসহ সারা বিশ্বে এই দুই দলের সমর্থন বেশি?

৩) আর্জেন্টিনার সমর্থকদের কাছে ব্রাজিল সমর্থক আর ব্রাজিল সমর্থকদের কাছে আর্জেন্টিনা সমর্থকরা কেন শত্রু?

৪) আপনি কি আপনার সমর্থিত দলের সকল খেলোয়াড়, কোচ এবং সেই দেশের রাজধানী শহরের নাম জানেন? সেই দেশের বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম জানেন? জানলে লিখে জানান৷''

তানিশার প্রশ্নগুলোর সঠিক উত্তর অনেকেই হয়তো দিতে পারবেন না৷ ভক্ত-সমর্থকদের আবেগ জ্ঞানচর্চার পথ ধরে সবসময় হাঁটেনা৷ বেশিরভাগ ক্ষেত্রেই সমর্থনের ভিত্তিটা হয় আবেগ৷ সেই আবেগ হাসান রাজিবুলকে যেন বেশ আর্জেন্টিনাবিরোধী করেছে৷ সামহয়্যারইন ব্লগে তাঁর লেখার শিরোনাম তাই, ‘‘টানিয়া, ধরিয়া, মারিয়া ও রেকর্ড সংখ্যক হলুদ কার্ড খাইয়াও হারিয়া গেল আমাদের আর্জেন্টিনা৷''

কয়েক লাইনের এ লেখার প্রায় পুরোটা জুড়ে আর্জেন্টিনা দলকে কটাক্ষ করলেও শেষবাক্যে চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতা জার্মান দলকে অভিনন্দনও জানিয়েছেন তিনি৷

আর্জেন্টিনা ২৮ বছর পর তৃতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করায় একই ব্লগে মুশফিক ওয়াদুদ কটাক্ষ করে লিখেছেন, ‘‘আরো কতো বছর পেরোলে আর্জেন্টিনা সাপোর্টারদের মুখে হাসি দেখতে পাব?''

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকরাও বসে নেই৷ মাঠে আর্জেন্টিনা হেরে গেলেও সমর্থকদের কথায় জেতার লড়াইটা তাই একটুও আকর্ষণ হারায়নি৷ সব লেখার মাঝে রিফাত হোসেনের লেখাটা একটু ব্যতিক্রমী৷ সামহয়্যারইন ব্লগে তাঁর লেখার শিরোনাম, ‘‘কষ্ট কষ্ট কষ্ট খারাপ লাগা .. ভালা লাগা৷''

শুরুতে জার্মান দলের সবাইকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে তিনি জানিয়েছেন, ‘‘মেসি তোমাদের সাথে আছি থাকব৷ জয়তু মারাদোনা৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য