1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মপ্রচারকদের গ্রেপ্তার করা হলো বুরুন্ডিতে

৮ ফেব্রুয়ারি ২০১১

বুরুন্ডির পুলিশ ৮ জন পাকিস্তানি ধর্মপ্রচারককে গ্রেপ্তার করেছে৷ বুরুন্ডির গিতেগা শহরের একটি মসজিদ থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়৷

https://p.dw.com/p/10Cjt
ধর্মপ্রচারকছবি: AP

স্থানীয় একজন কর্মকর্তা অ্যালেক্সিস মানিরাকিজা বার্তা সংস্থা এএফপি'কে জানিয়েছেন, ‘‘গত দু'দিন আগে থেকে এই আটজন লোক নিজেদেরকে পাকিস্তানি মুসলিম ধর্ম প্রচারক পরিচয় দিয়ে মসজিদের মধ্যে অবস্থান করছিলেন৷ এবং তাঁরা বিহোরোরো মসজিদের ভিতরে দিন-রাত ধরে বৈঠক করে যাচ্ছিলেন৷'' তিনি আরও বলেন, এরকম দুর্গম এলাকায় বিদেশি এই লোকজনদের দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহ জাগে৷ আবার সেখানে সোমালিয়ার চরমপন্থী মুসলিমদের সন্ত্রাসী হামলার ভয়ও রয়েছে৷ যে কারণে স্থানীয়রা পুলিশকে খবর দেন৷ তারপর পুলিশ এসে তাঁদেরকে গ্রেপ্তার করেন৷ ঐ পাকিস্তানিদের সঙ্গে বুরুন্ডির যে দু'জন ছিলেন তাঁদেরকেও গ্রেপ্তার করে পুলিশ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ‘‘ঐ আটজন ব্যক্তির কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গিয়েছে৷ তবে আমরা এখন অনুসন্ধান করে দেখছি, আসলে তাঁরা কে এবং আগে থেকে কোনোকিছু না জানিয়ে তাঁরা সেখানে কী করছিলেন৷''

বুরুন্ডিতে অ্যামেরিকার দূতাবাস সম্প্রতি হুঁশিয়ার করে দিয়েছে, আফ্রিকার এই দেশটিতে সোমালিয়ার আল-কায়েদার সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে৷ এবং এই হামলা ফেব্রুয়ারিতেই হতে পারে৷ এই আশঙ্কা প্রকাশের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের এই ঘটনাটি ঘটলো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন