1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ধর্মযুদ্ধ’ চালানোর হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া

২৩ ডিসেম্বর ২০১০

দক্ষিণ কোরিয়ার অব্যাহত সামরিক মহড়ার জবাবে পাল্টা আক্রমণের হুমকি দিচ্ছে কমিউনিস্ট উত্তর কোরিয়া৷ প্রতিরোধক ব্যবস্থা হিসেবে সে এমনকি পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলেও হুমকি দিচ্ছে৷

https://p.dw.com/p/zosO
শুরু হয়েছে চারদিন ব্যাপী সামরিক মহড়াছবি: AP

এই সামরিক মহড়াকে উত্তর কোরিয়া উস্কানিমূক বলে আখ্যায়িত করে আসছে৷ গতকাল থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপী আরেক মহড়া৷ উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, তারা পাল্টা আক্রমণ করবে এবং প্রয়োজনে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে৷ উত্তর কোরিয়া ‘ধর্মযুদ্ধ' চালাবে বলে ঘোষণা করেছে৷ তবে দক্ষিণ কোরিয়া মহড়া চালিয়ে যাচ্ছে এই সব হুমকির তোয়াক্কা না করে৷

দুই কোরিয়ার সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে পোখেয়নে চলছে এই সামরিক মহড়া৷ দক্ষিণ কোরিয়া মহড়া চালাচ্ছে প্রায় কয়েকশ বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে৷ এর সঙ্গে রয়েছে যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, বিমান বিধ্বংসী অস্ত্র, ফাইটার জেট আর প্রায় ৮০০ সেনা৷ আজ হচ্ছে মহড়ার দ্বিতীয় দিন৷ মহড়া চলাকালে গুলির শব্দ শোনা গেছে৷ একটানা প্রায় দু'ঘন্টা চলেছে গোলাগুলি৷ এটা ছিল মহড়ার একটি অংশ৷

NO FLASH nordkoreanischen Beschuss der südkoreanischen Insel Yonpyong
মহড়ার অংশ হিসেবে একটানা প্রায় দু'ঘন্টা চলেছে গোলাগুলিছবি: AP

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী কিম ইয়ং চুন প্রস্তুতি নিচ্ছেন পাল্টা আক্রমণের৷ উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া পাল্টা আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত৷ মন্ত্রী চুং'এর ভাষায়, শত্রুকে মোকাবিলা করতে এই ধর্মযুদ্ধে প্রয়োজনে পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে উত্তর কোরিয়া৷ পরিস্থিতির এই অবনতির জন্য উত্তর কোরিয়া পুরোপুরি দায়ী করছে দক্ষিণ কোরিয়াকে৷

দক্ষিণ কোরিয়ার সমর্থক ও প্রধান জোট সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, কোন অবস্থাতেই যেন আক্রমণ চালানো না হয়৷ হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিব্স বলেছেন, ‘‘এই নৌ মহড়ার কথা উত্তর কোরিয়া অনেক আগে থেকেই জানতো৷ হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ উত্তর কোরিয়ার এত উত্তেজিত হওয়ার কোন কারণ নেই৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক