1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধীরে ধীরে ব্যাবসা বাড়াতে চান ভিক্টোরিয়া বেকহ্যাম

১০ নভেম্বর ২০১০

ভিক্টোরিয়া বেকহ্যাম, এক নামেই সবাই চেনেন৷ সাবেক এই পপ সংগীত শিল্পী মাত্র দু’বছর আগে ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷ ভিক্টোরিয়ার লেবেল, ব্রিটিশ ডিজাইনার ব্রান্ডের বাৎসরিক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে৷

https://p.dw.com/p/Q3PY
ভিক্টোরিয়া বেকহ্যামছবি: AP

বিশ্বে দুর্দান্ত ফ্যাশনের জন্যে পরিচিত মালবারি, বারবারি এবং প্রিঙ্গল-এর পাশাপাশি জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া বেকহ্যামের লেবেল৷ বাৎসরিক এই পুরস্কারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৭ ডিসেম্বর৷ তবে যাঁকে নিয়ে এত কথা সেই সেলিব্রিটি ভিক্টোরিয়া, ফ্যশন জগতে ধীরে ধীরে ঢোকার চিন্তাভাবনা করছেন৷ মঙ্গলবার তিনি বলেন, ‘‘এখনও আমার হাতে প্রায় কুড়ি বছর সময় আছে৷''

ফ্যাশন সমালোচক সুজি মেঙ্কেস ভিক্টোরিয়া বেকহ্যামকে একজন একেবারেই অন্যরকম সেলিব্রিটি হিসেবে অভিহিত করে বলেন, ‘‘তিনি লাল গালিচার ওপর দিয়ে নেমে গিয়েছেন আবার লাল গালিচার ওপরেই আছেন৷'' ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের এক বিলাসবহুল সম্মেলনে সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বলেন, তিনি জুতার ব্যবসার কথা চিন্তা-ভাবনা করছেন, তবে তাঁকে সময় দিতে হবে৷ তিনি বলেন, ‘‘আমি জুতার ব্যাবসা করতে পারলে খুশিই হবো৷ কিন্তু সেই জন্যে একটি সঠিক দল দরকার, সত্যিই এটা নিয়ে আমার গবেষণা করতে হবে৷''

BdT USA Victoria's Secret Fashion Show in Los Angeles
স্পাইস গার্ল ভিক্টোরিয়াছবি: AP

ভিক্টোরিয়া বেকহ্যাম তাঁর বেকহ্যাম ব্রান্ডের জিনিস-পত্র তৈরি কেন্দ্রীভূত করেছেন ইটালিতে৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়