1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধোনি-ধোঁয়াশা বজায় থাকছে।

গৌতম হোড়
১৭ জানুয়ারি ২০২০

মহেন্দ্র সিং ধোনিরকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখলো না ভারতীয় ক্রিকেট বোর্ড৷ গত ছমাস ধরে তিনি খেলছেন না৷ তবে বিশেষজ্ঞদের ধারণা, দেশের হয়ে ধোনি আর খেলবেন না, এমন কথা বলার সময় আসেনি৷

https://p.dw.com/p/3WL5G
ছবি: Getty Images/J. McCawley

দেশের সব প্রমুখ ক্রিকেটরের সঙ্গে বার্ষিক রিটেনরশিপের চুক্তি করে বিসিসিআই৷ সেই চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি৷ কারণ, গত ছয় মাস তিনি খেলেননি৷ তাই তাঁর নাম তালিকায় রাখেনি বোর্ড৷ তালিকায় থাকা ক্রিকেটররা বিপুল অঙ্কের টাকা পান৷ সেই টাকা হারানো ছাড়া এখনও বাহ্যত কোনও ক্ষতি হচ্ছে না ধোনির৷ কিন্তু এরপর যে প্রশ্নটা উঠছে, তা হল, দেশের হয়ে ধোনি কি আর খেলবেন না?

বৃহস্পতিবার ধোনিকে ঘিরে দুটো কৌতূহলকর ঘটনা ঘটেছে৷ তিনি বোর্ডের তালিকা থেকে বাদ পড়েছেন৷ আবার রাঁচিতে তাঁকে প্র্যাকটিসে নেমে পড়তে দেখা গিয়েছে৷ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি৷ ফলে আর কিছু হোক বা না হোক, আইপিএলে তিনি খেলছেন৷ রবি শাস্ত্রী ইতিমধ্যে জানিয়ে রেখেছেন, আইপিএলে ভালো খেলতে পারলে টি২০ বিশ্বকাপে ধোনি খেলতেই পারেন৷ কোনও অসুবিধা নেই৷

ধোনি কবে অবসর নিচ্ছেন তা নিয়ে অতীতে প্রচুর জল্পনা হয়েছে৷ কিন্তু একদা ক্যাপ্টেন কুল কোনও জবাব দেননি। মাস কয়েক আগে বলেছিলেন, জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন৷ প্রবীণ ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী ডয়চে ভেলেকে জানিয়েছেন, ধোনির ঘনিষ্ঠমহল আগে জানিয়েছিল, বিশ্বকাপ খেলে তিনি অবসর নেবেন৷ বিশ্বকাপ খেলা বা না খেলা নির্ভর করছে আইপিএলে তাঁর পারফরম্যান্সের ওপর৷ ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ নিউজিল্যান্ডে ওয়ান ডে টিমে তিনি নেই৷ তবে এখনও সময় আছে৷ আইপিএলে ভালো খেললে টিমে আসার ক্ষেত্রে অসুবিধা নেই৷

এই যুক্তি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারণ, ধোনি নিজে বিশ্বকাপে খেলতে পছন্দ করেন৷ সেখানে অনেক বিরূপ পরিস্থিতিতে তিনি দলকে জিতিয়েছেন৷ ফলে তার আগে নিজে অবসর না নিলে ভবিষ্যতে খেলার সম্ভাবনা থাকছে বলে মনে করেন সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়৷ ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ''ধোনির বন্ধুদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, তাঁকে এত তাড়াতাড়ি প্রাক্তন করে দেওয়া ঠিক হবে না৷ অবশ্য আইপিএলে ভালো খেলতে না পারলে বলা যেতে পারে, তাঁর ইনিংস শেষ৷  আর আইপিএল খেলার পর ধোনি নিজেও জানিয়ে দিতে পারেন, তিনি অবসর নিলেন৷ পাশাপাশি সৌরভের সঙ্গে ধোনির সম্পর্ক মধুর নয় বলে অনেক জল্পনার জন্ম হচ্ছে।''