1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুনদিল্লিতে মনমোহন সিং-কারজাই বৈঠক

২৬ এপ্রিল ২০১০

সোমবার ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসে প্রধানমন্ত্রীর বাসভবনে৷ মত বিনিময় হয় আফগানিস্তানের শান্তি ও সুস্থিতি বিনষ্টকারী বিভিন্ন ইস্যু নিয়ে৷

https://p.dw.com/p/N6x3
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: AP

সন্ত্রাস প্রসঙ্গে তথাকথিত মধ্যপন্থী তালেবান গোষ্ঠীর সঙ্গে কারজাই সরকারের শান্তি আলোচনার পরিণাম সম্পর্কে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

কাবুলে সাতজন ভারতীয়কে নিষ্ঠুরভাবে হত্যা করার দুমাস পরে নতুনদিল্লির এই বৈঠকে হিংসাদীর্ণ আফগানিস্তানের পুনর্গঠনে নিযুক্ত ৩৫০০ ভারতীয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর দৃষ্টি আকর্ষণ করেন ড. মনমোহন সিং৷ আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কারজাই বলেন, তাঁর সরকার সেবিষয়ে চেষ্টার কোন ত্রুটি রাখবেনা৷ উল্লেখ্য, আফগানিস্তানে রাস্তাঘাট, বিদ্যুত প্রকল্প ছাড়াও এক হাজার আফগান ছাত্রকে ভারতে পড়াশুনার জন্য বৃত্তি দিয়েছে ভারত৷ আফগানিস্তানের উন্নয়নে ভারতের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

Indien Premierminister Manmohan Singh
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: picture-alliance/Bildfunk

তথাকথিত মধ্যপন্থী তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা শুরু করে তাঁদের রাজনৈতিক মূলস্রোতে ফিরিয়ে আনার উদ্যোগে ভারত উদ্বেগ প্রকাশ করেছে৷ কারণ ভারত মনে করে যে, তালেবান গোষ্ঠীর সঙ্গে ক্ষমতা ভাগ করে নিলে পাকিস্তানের প্রভাব প্রতিপত্তি বাড়বে আফগানিস্তানে৷ সেটা হবে ভারতের স্বার্থ বিরোধী ৷ কিন্তু গত জানুয়ারির লন্ডন সম্মেলনে মধ্যপন্থী তালেবান মহলকে আফগানিস্তানের রাজনৈতিক মূল স্রোতে ফিরিয়ে আনার শান্তি পরিকল্পনা সমর্থিত হওয়ায় ভারত রীতিমত অস্বস্তিতে রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন৷

আফগান প্রেসিডেন্ট কারজাই সোমবার সকালে আসেন দিল্লিতে৷ আগামীকাল তিনি ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওয়ানা হবেন৷

প্রতিবেদক : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক