1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন আইন করে বিচার করা যাবেনা: এরশাদ

৩০ আগস্ট ২০১০

বাংলাদেশের সাবেক সেনা শাসক এরশাদ বলেছেন সংসদে আইন পাশ করে তার বিচার করা যাবেনা৷ সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ডয়চে ভেলেকে বলেছেন, প্রচলিত আইনেই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এরশাদের বিচার করা যায়৷

https://p.dw.com/p/OzXS
হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো)ছবি: DW

হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে গত সপ্তাহে দেয়া হাইকোর্টের রায় নিয়ে তিনি সোমবার মন্তব্য করেছেন৷ সংবিধানের ৭ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের ওই রায়ে সামরিক শাসকদের বিচারের কথাও বলা হয়েছে৷ এজন্য প্রয়োজনে সংসদ আইন পাশ করতে পারে৷

সোমবার এরশাদ রংপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের বলেছেন, যারা তাঁর শাস্তির কথা চিন্তা করে, তারা স্বাভাবিক চিন্তা করে না৷ তাঁরা আশা করে আছেন তার মৃত্যুদণ্ড হবে৷ কিন্তু অতীতের কোন ঘটনার বিচারের জন্য সংসদ আইন পাশ করতে পারেনা৷ আইন পাশ হওয়ার দিন থেকে কোন ঘটনার বিচার সেই আইনে করা সম্ভব, পুরনো ঘটনার নয়৷

এরশাদ দাবি করেন, তিনি জোর করে ক্ষমতা দখল করেননি৷ প্রেসিডেন্ট আব্দুস সাত্তার তাঁকে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছেন৷ তিনি বলেন তাঁর পুরো শাসনামল সামরিক শাসন ছিলনা৷ তিনি জনগণের ভোটেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন৷ আর তার আগেও দেশে সামরিক শাসন ছিল৷ এরশাদ বলেন, যাঁরা জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনা, তারাই তাঁকে স্বৈরশাসক বলেন৷

এরশাদের এই বক্তব্য নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন খ্যাতিমান আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক৷ তিনি বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য প্রচলিত আইনেই এরশাদের বিচার করা যায়৷ এজন্য নতুন আইনের প্রয়োজন নেই৷ আর নতুন আইন তাঁর ক্ষেত্রে কার্যকরও হবেনা৷ অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে দণ্ডবিধিতেই আইন রয়েছে৷ এজন্য সরকারকেই উদ্যোগ নিয়ে মামলা নিয়ে মামলা করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন