1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন এমপিদের শপথ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ জানুয়ারি ২০১৪

দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৮৩ জন শপধ নিয়েছেন বৃহস্পতিবার৷ আর জাতীয় পার্টির সদস্যরা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে ছাড়াই শপথ নিয়েছেন৷ আগামী রবিবার নতুন মন্ত্রিসভা শপধ নিতে পারে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/1AniN
ছবি: picture-alliance/dpa

৫ই জানুয়ারির একতরফা নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর, বৃহস্পতিবার সকালে ২৮৩ জন সংসদ সদস্য (এমপি) শপথ নেন৷ জাতীয় সংসদে তাঁদের শপথ পড়ান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী৷

২৯২টি আসনের ফলাফল প্রকাশ করা হলেও গেজেট প্রকাশ করা হয়েছে মাত্র ২৯০টি আসনের৷ যশোর-১ এবং যশোর-২ আসনে নির্বাচিত আওয়ামী লীগের দু'জন প্রার্থীর গেজেট প্রকাশ করার হয়নি৷ কারণ, তাঁদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন৷

Bangladesch Parlamentswahlen
একতরফা নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের মধ্যে ২৮৩ জন বৃহস্পতিবার সকালে শপথ নেনছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন৷ পরে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়৷ আর জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন দলের প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে৷ এরশাদ একই সঙ্গে শপথ নেবেন বলে জানানো হলেও, শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি শপথ নেননি৷ তবে দু-একদিনের মধ্যেই তিনি শপথ নেবেন বলে জানানো হয়েছে৷ জাতীয় পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ জানিয়েছেন, জাতীয় পার্টি একই সঙ্গে বিরোধী দল এবং মন্ত্রিপরিষদে থাকবে৷ রওশন এরশাদকে তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি৷

Bangladesch Parlamentswahlen
নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইনছবি: DW/M. Mamun

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচিত হয়েছেন৷ নিয়মানুযায়ী তিনি রংপুর-৬ আসন ছেড়ে দিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন৷ এ কারণে রংপুর-৬ আসন এ মুহূর্তে শূন্য হয়ে গেছে৷

এই নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ৮টি আসনে আবারো নির্বাচন হবে৷ ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৪ এবং জেপি, তরিকত ফেডারেশ ও বিএনফ ১টি করে আসন পেয়েছে৷ ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট এই নির্বাচন বর্জন করেছে

শপথ নেয়ার পর জেপির সংস্য সদস্য আনোয়ার হোসেন মঞ্জু জানিয়েছেন, ‘‘সংবিধান অনুযায়ী ১০ম জাতীয় সংসদ বাতিলের কোনো সুযোগ নেই৷ ১৮ দলীয় জোট নির্বাচনে না আসায় সংকট একটু আছে৷ তবে তা সমাধানেরও উপায় আছে৷ এছাড়া, মধ্যবর্তী নির্বাচন নির্ভর করছে খালেদা জিয়ার দাবির ওপর৷''

এদিকে আগামী সপ্তাহের শুরুতেই নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইঞা৷ তিনি জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা শপথ নিলে বর্তমান মন্ত্রিসভার কার্যকারিতা শেষ হবে৷ তার আগ পর্যন্ত বর্তমান মন্ত্রিসভা দায়িত্ব পালন করবে৷ জানা গেছে, রবিবারই নতুন মন্ত্রিসভা শপথ নেবে৷

২৪শে জানুযারি পর্যন্ত মেয়াদ থাকলেও আগেভাগেই নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন হতে চলেছে বাংলাদেশে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য