‘নতুন ওয়েবসাইট খুবই ভালো লাগছে' | পাঠক ভাবনা | DW | 14.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নতুন ওয়েবসাইট খুবই ভালো লাগছে'

‘‘বাংলা বিভাগের ওয়েবসাইট আবারো নতুন করে সাজানোর জন্য ধন্যবাদ৷ নতুন ওয়েবসাইট আমাদের কাছে খুবই ভালো লাগছে৷ তবে আমরা আরও নতুন নতুন বিজ্ঞান বিষয়ক খবর পড়তে চাই৷''

ওপরের মন্তব্যটি করেছেন পুরনো বন্ধু মো.মিাজানুর রহমান৷ তিনি আরো লিখেছেন, ‘‘সাপ্তাহিক অথবা মাসিক কুইজের আয়োজন করার জন্য অনুরোধ করছি৷ এখন যেহেতু মোবাইলের মাধ্যমে আপনাদের, তথা সারা বিশ্বের খবর জানা যায়, তাই পুরস্কার হিসেবে ‘স্মার্ট ফোন' দেওয়ার প্রস্তাব করছি৷'' ধন্যবাদান্তে, মো. মিাজানুর রহমান, মশিপুর, শাহাজাদপুর, সিরাজগঞ্জ থেকে৷

- আপনার প্রস্তাব মনে থাকবে, ধন্যবাদ৷ আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়মিতই বিজ্ঞান বিষয়ক তথ্য থাকে৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন বগুড়া থেকে শাহেদুজ্জামান৷ তিনি লিখেছেন, ‘‘ছোটবেলায় দেখতাম আমার দাদা ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতেন, তারপর আমার বাবা আর এখন আমার বাবার হাত ধরে আমি....৷ বংশ পরম্পরায় আজও ডয়চে ভেলের সাথে আছি৷ এখানে একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, আর তা হলো আমি আমার পুরনো বিশ্ববিদ্যালয়ে (কাজী নজরুল ইসলাম) ‘জার্মান ফুটবল দলের' একমাত্র ডাকসাইটে সমর্থক হিসেবে পরিচিত৷ বলা বাহুল্য, জার্মানির বিশ্বকাপ জয়ের পর কেউ কেউ আমাকে ‘জার্মান' বলেই ডাকে৷

- শাহেদ, আপনাকে ধন্যবাদ৷ আগামীতেও সাথে থাকবেন, কেমন?

উলিয়ান, জামশেদপুর, ঝাড়খন্ড, ভারত থেকে বহু পুরনো বন্ধু চিন্ময় মাহাত লিখেছেন, ‘‘শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধু হয়ে যাওয়ার পর থেকে আর লেখা হয়ে ওঠেনি৷ তারপর এ বছর বহু ই-মেল পাঠিয়েও উত্তর পাইনি৷ আমার জন্য ১০০টি ‘অনুষ্ঠান সূচি' পাঠাবেন ও অন্যান্য সামগ্রী পাঠাবেন৷''

- ধন্যবাদ ভাই মাহাত অনেকদিন পর আবার লেখার জন্য৷ অনেকদিন থেকে আমাদের সাথে আপনার আর কোনো যোগাযোগ নেই৷ তবে এ বছর দু-একটি ই-মেল পেয়েছি, যদিও সে লেখাতে আমাদের ওয়েবসাইট বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু লেখা ছিল না, যা আমারা কোনোভাবে কাজে লাগাতে পারতাম৷ আর সেজন্যই হয়ত জবাব দেয়া হয়নি, দুঃখিত৷ আর হ্যাঁ, আগের মতো আর অনুষ্ঠান সূচি বা অন্যান্য কিছু পাঠানো হয় না ডয়চে ভেলের ‘‘শ্রোতা ক্লাবের সদস্যদের'' জন্য৷ শুধু ধাঁধা প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার পাঠানো হয়৷ আপনার কাছে অনুরোধ, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন ও টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' সম্পর্কে মতামত পাঠাবেন আগামীতে, কেমন? আপনি এত বছর পরও যে আমাদের সাথে আছেন, ভাবতে ভালো লাগছে৷ আপনার পরিবারের সকলে কেমন আছেন? সবাইকে আমাদের শুভেচ্ছা দেবেন৷ তাঁরাও যদি আগের মতো আমাদের কাছে লেখেন খুব ভালো লাগবে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন