1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রজন্মের বার্তা সেবা নিয়ে হাজির ফেসবুক

১৬ নভেম্বর ২০১০

ফেসবুক বলছে এটি নতুন প্রজন্মের বার্তা সেবা৷ যেখানে এক সুতায় গাঁথা হয়েছে বার্তা, খুদেবার্তা, চ্যাটিং এমনকি গতানুগতিক ই-মেলকে৷ আর এসবের ঠিকানাটাও নতুন, আপনার নাম @ফেসবুক ডটকম৷

https://p.dw.com/p/QA3O
ঝিমিয়ে পড়া ই-মেল ব্যবস্থায় পরিবর্তন আনলো ফেসবুক (ফাইল ফটো)ছবি: BilderBox

ফেসবুকের এই নতুন প্রজন্মের বার্তা সেবা নিয়ে আলোচনার শেষ নেই৷ বোদ্ধারা তো ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, জিমেল বা ইয়াহু'র দিন বুঝি শেষ৷ এভাবে সব এক ঘরে পেলে কে আর চাইবে এদিকে সেদিকে দৌঁড়াতে? তাই, খানিকটা তটস্থ দুই ইন্টারনেট জায়ান্ট গুগল এবং ইয়াহু৷

তবে, ফেসবুকের তরুণ সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কিন্তু শোনাচ্ছেন আশ্বাসের বাণী৷ তাঁর দাবি, নতুন এই বার্তা সেবা গুগলের ঘাতক নয়৷ এমনকি তিনি আশাও করেন না, গুগল বা ইয়াহু ব্যবহারকারীরা তাদের সেসব ই-মেল বন্ধ করে দিয়ে ফেসবুকে ঢুকে পড়বে৷ বরং জাকারবার্গ এর কথায়, আমি চাই আগামী দিনগুলোতে মানুষ বুঝুক, নতুন প্রজন্ম এই ধরনের বার্তা সেবাই চায়৷

Flash-Galerie Kombobild Zuckerberg Schmidt
বুড়ো এরিকের সঙ্গে যুদ্ধ চায় না তরুণ জাকারবার্গছবি: AP/Montage DW

সে যাই হোক, ফেসবুকের এই নতুন সেবা নিয়ে চমৎকার এক ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি৷ সেখানে প্রথমেই ফুটিয়ে তোলা হয়েছে বার্তা আদানপ্রদানে কি ধরনের সুযোগ সুবিধা চায় এই প্রজন্ম৷ যেমন, আপনি চান, আপনার বাবা-মা'র সঙ্গে বার্তা আদানপ্রদানের সুবিধা৷ চাইবেন বন্ধুদের বা বিশেষ বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে৷ তাছাড়া আজকাল মোবাইল, টেলিফোনের বিলওতো আসে ই-মেলে৷ সুতরাং সেই ব্যবহারটাই বা বাদ থাকবে কেন? তারপর ধরুন চ্যাটিং৷ সেটাও অন্তর্ভূক্ত থাকছে নতুন সেবায়৷ সঙ্গে আরো আছে বিভিন্ন মুঠোফোনে সরাসরি বার্তা প্রেরণের সুযোগ৷ এতসব সেবা ফেসবুক নিয়ে এসেছে এক জায়গায়, এক বাটনে৷

তবে আপনি চাইলে গণহারে বার্তা গ্রহণ থেকেও বিরত থাকতে পারবেন৷ সেটিংস একটু বদলেই করে নিতে পারেন, শুধু বন্ধুরাই যোগাযোগ করতে পারবে৷ কিংবা নির্দিষ্ট কোন ই-মেল ঠিকানাকেও নিষিদ্ধ করে দিতে পারেন৷ মোটের উপর আপনার নাম @ ফেসবুক ডট কম ঠিকানাটা যেকোন কাজেই ব্যবহারের উপযোগী৷

ফেসবুকের এই সেবা ক্রমান্বয়ে পৌঁছে যাবে সবার কাছে৷ বর্তমানে সংস্থাটির ব্যবহারকারীর সংখ্যা সাড়ে পাঁচ কোটি৷ তবে, নতুন এই চমক ফেসবুককে পৌঁছে দেবে আরো অনেক উপরে, এমনটাই দাবি ইন্টারনেট বোদ্ধাদের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান