1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মন্ত্রিসভা সহ অনেক চ্যালেঞ্জ মালিকির সামনে

১২ নভেম্বর ২০১০

অবশেষে আশার আলো দেখা যাচ্ছে ইরাকের রাজনীতির ভাগ্যাকাশে৷ নির্বাচনের দীর্ঘ আট মাস পর দেশটিতে নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়েছে৷ আগামী এক মাসের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে৷

https://p.dw.com/p/Q6bI
Nouri al Maliki
নুরি আল মালিকিছবি: AP

নতুন সরকার গঠনের প্রক্রিয়া

গত ৭ই মার্চ ইরাকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ তাতে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাওয়ির নেতৃত্বাধীন ইরাকিয়া জোট প্রধানমন্ত্রী নুরি আল মালিকির জোটের চেয়ে সামান্য ব্যবধানে বিজয়ী হয়৷ কিন্তু সেই নির্বাচনের আট মাসেরও বেশি সময় পরে নতুন নেতৃত্ব নির্বাচিত হল দেশটির৷ বৃহস্পতিবার সংসদে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি৷ এরপর সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন ইরাকিয়া জোটেরই নেতা ওসামা আল নুজাইফি৷ এরপর প্রেসিডেন্ট তালাবানি প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল মালিকির নাম ঘোষণা করেন৷ এখন আগামী ৩০ দিনের মধ্যে নুরি আল মালিকিকে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে৷

Flash-Galerie Irak Regierungsbildung
ইরাকি সংসদছবি: AP

ইরাকিয়া জোটের ওয়াক আউট

প্রেসিডেন্ট এবং স্পিকার নির্বাচন বেশ সুষ্ঠুভাবেই হয়েছে৷ তবে সমস্যা বাধে যখন নতুন প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নাম ঘোষণা করা হয়৷ তখন ইরাকিয়া জোটের একাংশ উঠে দাড়িয়ে প্রতিবাদ জানান এবং তাদের ৯১ জন সাংসদের প্রায় দুই তৃতীয়াংশ অধিবেশন থেকে বেরিয়ে যান৷ ইরাকিয়া জোটের সাংসদ সালেহ আল মুতলাক বলেছেন, আমরা আমাদের সদিচ্ছা দেখাতে চেয়েছিলাম৷ কিন্তু আমাদের পেছনে ছুরি মারা হয়েছে৷ ইরাকিয়া জোটের অভিযোগ, ক্ষমতা ভাগাভাগির সময় যে শর্ত দেওয়া হয়েছিল তা রাখা হয়নি৷ জানা গেছে, জোটের শীর্ষ কয়েকজন নেতাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকার অভিযোগে৷ ইরাকিয়া জোট সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল৷

ইরাকের প্রধানমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ

সবপক্ষকে নিয়ে একটি মন্ত্রিসভা গঠন, এবং এটি এত সহজ হবে বলে মনে হয় না৷ কারণ বিবদমান সবগুলো পক্ষকে খুশি করেই কাজটি করতে হবে৷ নুরি আল মালিকির প্রতি ইরাকিয়া জোটের অবিশ্বাস এই কাজটি আরও জটিল করে দেবে৷ এছাড়া ইরাক যুদ্ধের পর গোটা ইরাকে শিয়া সুন্নি বিরোধ তীব্র আকার ধারণ করেছে৷ সেই বিরোধ মিটিয়ে এবং সংখ্যালঘু কুর্দিদের সঙ্গে নিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই বড় একটা চ্যালেঞ্জ ইরাকেন নতুন প্রধানমন্ত্রীর জন্য৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান