1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন লোকপাল বিল সংসদে আনা সত্ত্বেও অনশনে অনড় আন্না

২৩ ডিসেম্বর ২০১১

ভারতের বহুল আলোচিত লোকপাল বিলের দাবিতে আন্না হাজারে তাঁর অনশন কর্মসূচিতে অনড়৷ কিন্তু অনশনের জায়গা নিয়ে মহারাষ্ট্র সরকারের সঙ্গে দেখা দিয়েছে সংঘাত৷ মুম্বই হাইকোর্টের রায় গেছে আন্নার বিপক্ষে৷

https://p.dw.com/p/13YUZ
Supporters of Indian rights activist Anna Hazare hold banners with his photographs and shout slogans as they stage a demonstration in his support in Ahmedabad, India, Monday, Aug. 15, 2011. Hazare announced he will resume his hunger strike on Tuesday to pressure the government into enacting stronger legislation for an anti-corruption watchdog. On Monday, police in Delhi denied Hazare permission for his hunger strike, but supporters said they will fast anyway and risk arrest. (Foto:Ajit Solanki/AP/dapd)
ফাইল ছবিছবি: dapd

সংসদে নতুন লোকপাল বিল নিয়ে আলোচনা চলা সত্ত্বেও আন্না হাজারে তাঁর অনশন কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন৷ বলেছেন, দুর্নীতি দমনে এই বিল দুর্বল৷ তাই তিনি প্রতিবাদ কর্মসূচি আবার শুরু করবেন মুম্বই-এ ২৭শে ডিসেম্বর থেকে যার অঙ্গ হিসেবে শুরু হবে দেশ জুড়ে জেল ভরো আন্দোলন৷ তাঁর সমর্থকরা ধর্ণা দেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীর বাসভবনের সামনে৷

আগে ঠিক ছিল আন্নার অনশনের জায়গা হবে মুম্বই-এর এম এম আর ডি ময়দানে৷ কিন্তু মহারাষ্ট্র সরকার ময়দানের ভাড়া ধার্য করেছেন রোজ ১৯ লাখ টাকা৷ এর বিরুদ্ধে আন্না দল মুম্বই হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট এবিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি৷ বলেছেন, সংসদে যখন বিল নিয়ে আলোচনা চলছে তখন এই অনশন কর্মসূচির দরকার কী ? আন্নার সত্যাগ্রহ সকলের জন্য নাও হতে পারে৷ শব্দদূষণ মুম্বইবাসীদের বিরক্তির কারণ হতে পারে৷ যদি একান্তই দরকার হয়, তাহলে পুলিশের অনুমতি সাপেক্ষে তা দিল্লিতে হতে পারে৷

দিল্লিতে তা করা নিয়ে আন্না দলের আপত্তি৷ দলের অন্যতম সদস্য কিরণ বেদির মতে, দিল্লিতে একন চলছে প্রবল শৈত্যপ্রবাহ৷ ৭৪ বছর বয়সি আন্নার পক্ষে তা সহ্য করা মুশকিল৷ যদিও দিল্লি পুলিশ বিভিন্ন শর্তসাপেক্ষে দিল্লির রামলীলা ময়দানে ২৭ তারিখ থেকে ৫দিনের প্রতিবাদ কর্মসূচির অনুমতি দিয়েছে৷

প্রশ্ন উঠেছে আন্না কী তাঁর লক্ষণরেখা ছাড়িয়ে যাচ্ছেন ?এই প্রসঙ্গে প্রবীণ সাংবাদিক অমূল্য গাঙ্গুলি ডয়চে ভেলেকে বললেন, একটা স্বাধীন দেশে যেখানে সংসদ আছে সেখানে যা করার সংসদই ঠিক করবে৷ অনশন করে নৈতিক চাপ সৃষ্টি করা অনুচিত৷উনি চাইলে সিস্টেমের মধ্য দিয়েই প্রতিবাদ করতে পারেন, তা উনি করেননি৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনার জটিল প্রক্রিয়াটা হয়ত আন্না সবসময় বুঝে উঠতে পারেন না৷ চারপাশের লোকেরা হয়ত তাঁকে ভুলপথে নিয়ে যাচ্ছেন৷৷ সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে ধর্ণা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা৷ তখন কোন হিংসাকাণ্ড ঘটলে তারজন্য দায়ী থাকবেন আন্না, মনে করেন তাঁরা৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য