নব দম্পতি | পাঠক ভাবনা | DW | 05.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নব দম্পতি

আজ আমাদের নারায়নগঞ্জের ডি-এক্সার বন্ধু ওসমান গনির বিয়ে৷ নব দম্পতির জন্য আপনারা দোয়া করবেন৷

সালাউদ্দিন ডলার, গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমহুনী, রাজশাহী, বাংলাদেশ৷

গুটেন মরগেন, ডয়চে ভেলের পরিবারকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা৷ শর্টওয়েভ বন্ধ হওয়ার পর থেকে রাজশাহী ও রংপুর এফএম রেডিওতে শুনে আসছি অনুষ্ঠান৷ব্যান্ডে শর্টওয়েভের চেয়েও ভালো শোনা যায়৷ শাহ মোহম্মদ ফেরদৌস হাসান নাজমুল, গাইবান্ধা, বাংলাদেশ৷

দীপাবলীর শুভেচ্ছা নেবেন৷ আমি প্রতিদিন মিডিয়াম ওয়েভে রাতের অনুষ্ঠান শুনছি তবে শ্রবণমান অত্যন্ত খারাপ৷ তাপস নাথ, কলকাতা, ভারত৷

ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷ গতকালের অনুষ্ঠানে সনি ওয়াকম্যান নিয়ে পরিবেশনাটি সত্যিই অনেক অজানা তথ্যের অপরূপ সংকলন৷ সমৃদ্ধ হলাম, মুগ্ধ হলাম৷ সেই কবেই তো হারিয়েছি গ্রামোফোনকে আর এবার ওয়াকম্যানকে৷ চৈতালী ও ডাঃ সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

অনেক এসএমএস পাঠানো হচ্ছে কিন্তু পড়া হচ্ছেনা৷ ইনবক্স-এর সময় বাড়ানো হোক৷ মোঃ রুহুল আমিন, করিম নগর, জয়পুরহাট, বাংলাদেশ৷

খুলনা এফএম ব্যান্ডের শ্রবণমান খারাপ হওয়ায় অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছেনা৷ অমিত বসু, ঘোষ নগর, তালা, সাতক্ষীরা, বাংলাদেশ৷

আমার পরিবারের সবার পক্ষ থেকে ডয়চে ভেলের সবাইকে জানাই শুভ দীপাবলীর আন্তরিক শুভেচ্ছা৷ জয়ন্ত চক্রবর্তী, নতুনদিল্লি, ভারত৷

কিন্তু শর্টওয়েভ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনতে কষ্ট হচ্ছে তবুও কষ্ট করেই শুনছি৷ বিশ্বসংবাদ ও চলতি ঘটনার রিপোর্ট নিয়ে ডয়চে ভেলের আয়োজনের কোন তুলনাই হয়না৷ সকালের ইনবক্স যেহেতু ভারতের শ্রোতারা শুনতে পারেনা তাই রাতের ইনবক্স-এর সময় বৃদ্ধি করুন৷ বিধান সান্যাল, বালুর ঘাট, ঢাকা কলোনী, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আশা করি ভালো আছেন৷ ডয়চে ভেলের দুই বেলার অনুষ্ঠান নিয়মিত শুনছি, তবে ইন্টারনেটের মাধ্যমে৷ মিডিয়াম ওয়েভে অনুষ্ঠানের শ্রবণমান এত খারাপ যা একেবারেই শুনতে পাচ্ছি না৷ পাশাপাশি ওয়েবসাইট-এর সবকিছু দেখছি৷আপনাদের ওয়েবসাইট সত্যি বর্তমান সময়ের সাথে দারুণ মানানসই৷ দারুণ আকর্ষণীয় ও উপভোগ্য ডয়চে ভেলের সামগ্রিক রেডিও পরিবেশনা ও ওয়েব সাইট৷

খুব ভালো লাগছে বিশ্ব সংবাদসহ পুরো পরিবেশনা৷ বিশ্বসংবাদ, চলতি ঘটনা প্রসঙ্গ ,স্টুডিও আলোচনা, জার্মান পত্র পত্রিকায় দক্ষিণ এশিয়ার খবরা খবর নিয়ে রিপোর্ট, সাক্ষাত্কার শুনে ভীষণ সমৃদ্ধ হচ্ছি৷ গান, খেলার খবর এবং ধাধার ঘোষণা নিয়মিত পাচ্ছি৷ ইনবক্স এর সময় সত্যি খুব কম, একটু চেষ্টা করুন সময় বাড়ানোর৷ অন্তত ১০ মিনিট করা উচিত তাতে অনেক বেশি শ্রোতার মতামত স্থান পাবে৷ এই চাহিদা আমার মনে হয় সব শ্রোতার মনের চাহিদা৷আপনাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা - উপভোগ্য ও আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েবসাইট উপহার দেবার জন্য৷ ভালো থাকবেন এই কামনায় আজকের মত ইতি৷ মহ: হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব , চুপী পূর্বস্থলী বর্ধমান, ভারত৷

আজ ওয়েবসাইটের চলতি ঘটনার পাতায় বাংলাদেশের তরতাজা খবরসহ পাকিস্তান, কিউবায় বিমান দুর্ঘটনা, চীনা প্রেসিডেন্ট হু জিনতাও-এর প্যারিস সফর, বিজ্ঞান প্রযুক্তির পাতায় হটমেল থেকেই জিমেল ও ইয়াহু দেখা যাবে-এ সম্পর্কে প্রতিবেদন এবং সমাজ জীবন পাতায় ভারতের মানবাধিকার সংগ্রামী নারী বা আয়রন লেডি ইরম শর্মিলার ওপর প্রতিবেদন খুব ভালো লেগেছে৷ ওয়েবসাইটে সুন্দর তরতাজা রিপোর্ট আর চমৎকার তথ্য সম্বলিত ফিচারগুলো সন্নিবেশ করার জন্য ডয়চে ভেলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া, বাংলাদেশ৷