1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নমুনা পরীক্ষার ফি নির্ধারণ

২৯ জুন ২০২০

বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের জন্য এতদিন বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু সেই সুযোগ আর থাকছে না৷

https://p.dw.com/p/3eUXT
করোনা পরীক্ষার ফি নির্ধারণ
ফাইল ছবিছবি: Reuters/M.P. Hossain

নমুনা পরীক্ষায় ফি আরোপে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়৷

প্রজ্ঞাপনে বুথ থেকে সংগৃহীত নমুনার জন্য ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনার জন্য ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা ফি ধার্যের কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

শিগগিরই এই নির্দেশনা কার্যকর হবে বলে জানান স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. নার্গিস বেগম৷

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন রোগী শনাক্ত হয়েছে চার হাজার ১৪ জন৷

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে সোমবার দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, আরো চার হাজার ১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে৷

গত ২৪ ঘণ্টায় ৬৫টি পরীক্ষাগারে ১৭ হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন এ আক্রান্ত শনাক্ত হয়৷ মোট শনাক্ত এক লাখ ৪১ হজার ৮০১ জন৷ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৬ শতাংশ৷

এদিন মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ৯ জন নারী৷ করোনা ভাইরাস এখন পর্যন্ত এক হাজার ৭৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে৷

দুই হাজার ৫৩ জন সুস্থ হয়ে উঠায় মোট সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন৷ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য