1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় আত্মঘাতি হামলায় নিহত ৩০

১৭ জুন ২০১৯

নাইজেরিয়ার উত্তরপূর্বের বর্নো প্রদেশে রবিবার সন্ধ্যায় বড় স্ক্রিনে ফুটবল খেলা দেখছিলেন গ্রামবাসীরা৷ সেই সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3Ka9V
Nigeria Weltwassertag 2017
ছবি: picture-alliance/ZumaPress/UNICEF/Gilbertson

বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কোনদুগায় এই হামলা হয়েছে৷

স্থানীয়রা জানিয়েছেন, তিনজন আত্মঘাতী হামলাকারীর একজন ফুটবল খেলা দেখার হলঘরে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়৷ তাই ঐ হামলাকারী হলঘরের দরজার বাইরেই বোমা ফাটান৷ এরপর হলঘরের পাশে চায়ের স্টলের সামনে থাকা অন্য দুই হামলাকারীও বোমা ফাটান৷ ফলে ফুটবল দর্শকদের হামলার লক্ষ্য থাকলেও হলঘরের বাইরে থাকা লোকজনই বেশি প্রাণ হারিয়েছেন৷

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে হামলার ধরনের সঙ্গে জিহাদি গোষ্ঠী বোকো হারামের চালানো হামলার মিল রয়েছে৷ উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি ইসলামি রাষ্ট্র গঠনের লক্ষ্য গত এক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বোকো হারাম৷

গত কয়েকমাসের মধ্যে রবিবারের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ৷ গতবছরের জুলাই মাসে একটি মসজিদে বোকো হারামের হামলায় আট মুসল্লি নিহত হয়েছিলেন৷

বোকো হারামের হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ গৃহহীন হয়েছেন প্রায় ২০ লাখ৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য