1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে আত্মঘাতী বোমা হামলা

৩ জানুয়ারি ২০১৮

দেশটির উত্তরপূর্বাঞ্চলে ক্যামেরুন সীমান্তের কাছে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে৷ জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা সম্প্রতি এ অঞ্চলটিতে তৎপর হবার পর এ হামলাটি হলো৷

https://p.dw.com/p/2qIK9
ছবি: Reuters

উত্তরপূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের গাম্বোরু শহরে বুধবার ফজরের নামাযের সময় ঘটনাটি ঘটে৷ কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ হামলায় মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ‘‘শুধু মুয়াযযিন বেঁচে গিয়েছেন৷ ধ্বংসস্তূপের নিচে আরো মরদেহ আছে বলে মনে হচ্ছে,’’ এএফপিকে জানান উমর কাচালা নামের একজন বেসামরিক কর্মকর্তা৷

তাৎক্ষণিকভাবে ঘটনার জন্য কেউ দায় স্বীকার করেনি৷ তবে জঙ্গি সংগঠন বোকো হারাম এ অঞ্চলটিতে বেশ সক্রিয়৷ তারা প্রায়ই মসজিদ বা মার্কেটে আত্মঘাতী বোমা হামলা চালায়৷

সাম্প্রতিক সময়ে তারা বোর্নো রাজ্যে হামলা শুরু করেছে, বিশেষ করে সংগঠনটির জন্মস্থান মাইদুগুরিতে৷

গেল সপ্তাহে মাইদুগুরি শহরের বাইরে এক বোমা হামলায় ২৫ জন এবং আরেকটি হামলায় শহরে আরো ৪ জন নিহত হয়৷

মঙ্গলবার এক ভিডিও বার্তায় বোকো হারাম নেতা আবু বাকার শেকাও এসব হামলার দায় স্বীকার করেন৷

২০০৯ সালে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি তৎপরতা শুরুর পর থেকে এ যাবৎ প্রায় ২০ হাজার মানুষকে হত্যা এবং প্রায় ২৬ লাখ মানুষকে ঘরছাড়া করেছে বোকো হারাম৷

নতুন বছরের বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দাবি করেছেন যে, বোকো হারামকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে৷

রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে অনেক জায়গার নিয়ন্ত্রণ হারালেও তৎপরতা কমেনি বোকো হারামের

জেডএ/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি)