1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাটোরে বোরকা ছাড়া কলেজে যেতে মানা

২২ আগস্ট ২০১০

২০০৪ সালের ২১ শে আগস্টের ন্যক্কারজনক গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সাবেক জোট সরকার, এমনটাই দাবি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ রবিবারের অধিকাংশ দৈনিক বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এই খবর৷

https://p.dw.com/p/OtM9
নাটোরে বোরকা ছাড়া কলেজে যাওয়া নিষেধ (ফাইল ফটো)ছবি: dpa

গণমাধ্যমে ২১ আগস্ট

দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে জোট সরকারের মদদে'৷ পত্রিকাটি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য প্রকাশ করেছে এভাবে, ‘‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি সম্পৃক্ত, তাতে কোনো সন্দেহ নেই৷ তত্কালীন জোট সরকারের পরিকল্পনায় ও মদদেই এ ঘটনা ঘটেছে৷''

একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘যথাযোগ্য মর্যাদায় গ্রেনেড হামলা দিবস পালিত'৷ দৈনিক যুগান্তর অবশ্য একটু ভিন্ন ধরণের খবর দিচ্ছে৷ শিরোনাম, ‘হামলায় বিদেশি শক্তি জড়িত, স্বাধীনতা নস্যাৎ করাই ছিল মূল লক্ষ্য'৷

পাটের তরীতে ফ্রান্স যাত্রা

দৈনিক কালেরকন্ঠ দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘পাটের তরী ভিড়ল ফ্রান্সে'৷ ফরাসি তরুণ কোরেঁতিঁ দেশাতে একটি ছোট্ট নৌকা নিয়ে বাংলাদেশ থেকে সমুদ্র পাড়ি দিয়ে ফ্রান্সে গিয়েছে৷ নৌকাটি ৪০ শতাংশ পাট আর ৬০ শতাংশ কাচ দিয়ে তৈরি৷

কালেরকন্ঠের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি এই তরুণ পাটের আঁশ দিয়ে জাহাজ তৈরি নিয়ে গবেষণা করতে চান৷ কেননা এটি বেশ সাশ্রয়ী এবং বাংলাদেশের জন্য খুবই উপযোগী৷

বোরকা ছাড়া কলেজে যাওয়া নিষেধ

এই খবরটিও জানাচ্ছে দৈনিক কালেরকন্ঠ৷ শিরোনাম, ‘বোরকা না পড়লে আসতে মানা'৷ নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা গত দু'মাস ধরে কোন সাংস্কৃতিক কর্মকান্ড কিংবা খেলাধুলায় অংশ নিতে পারছেন না৷ একইসঙ্গে বোরকা না পড়লে কলেজেও ঢুকতে দেয়া হচ্ছে না তাঁদেরকে৷

ঢাকায় ব্লেয়ার দম্পতি

ঢাকায় ভালই সময় কাটাচ্ছেন টোনি ব্লেয়ার এবং চেরি ব্লেয়ার৷ গতকাল এই দম্পতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন৷ আলোচনা করেন জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নানা বিষয় নিয়ে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়