1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নানা অনুষ্ঠানের মধ্যে আজ লন্ডনে পোপ

১৭ সেপ্টেম্বর ২০১০

যুক্তরাজ্যে পোপ ষোড়শ বেনেডিক্টের রাষ্ট্রীয় সফরের আজ দ্বিতীয় দিন৷ গুরুত্ববাহী নানা ধরণের আয়োজনে অংশ নিচ্ছেন ক্যাথলিকদের এই ধমর্গুরু৷ যুক্তরাজ্যে তাঁর এই রাষ্ট্রীয় সফরটি বিভিন্ন কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/PEo4
লন্ডনে পোপছবি: AP

পোপ ষোড়শ বেনেডিক্ট যুক্তরাজ্যে তাঁর রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন অতিবাহিত করছেন৷ অবশ্য যুক্তরাজ্যে পৌঁছানোর আগে তাঁর এই রাষ্ট্রীয় সফর ব্রাইটনদের মধ্যে নানা ধরণের মন্তব্য এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল৷ কিন্তু এখন পোপ বরণ এর ঘনঘটা, রাস্তায় উপচে পড়া বহুবর্ণিল পরিচ্ছদে উচ্ছল হাসিমুখের অগণন বিভিন্ন বয়সী ব্রাইটন, আর পোপকে শুধুমাত্র একবার চোখে দেখার জন্যও যে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে- লন্ডনের আকাশে গত কয়েকদিন জুড়ে যে ঘনঘোর মেঘ ছিল তা কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছে৷

যদিও যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর ৫ টা ৪৫ মিনিটে লন্ডনের মেট্রোপলিটান পুলিশ কাউন্টার ইন্টেলিজেন্সের সতর্কবার্তা পাওয়ার পরপরই সন্দেহভাজন ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ জোরদার করা হয়েছে পোপের সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টিও৷ সন্দেহভাজন হিসেবে ধৃত এই ৫ ব্যক্তিকে লন্ডন পুলিশের কেন্দ্রীয় ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গেছে৷

Großbritannien Vatikan Papst Benedikt in London
ছবি: AP

এই শুক্রবার পোপ ষোড়শ বেনেডিক্ট তাঁর দ্বিতীয় দিনের সফর শুরু করেছিলেন পশ্চিম লন্ডনে হাজার খানেক স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে দেখা করে, যাকে ‘বিগ অ্যাসেম্বলি' বলা হচ্ছে৷ এর আয়োজকরা জানিয়েছেন ক্যাথলিক শিক্ষার বিষয়টি উদযাপনই এর প্রধান উদ্দেশ্য ছিল৷

শুক্রবার দিনটির মাঝামাঝি সময়ে জার্মান বংশোদ্ভূত ক্যাথলিকদের এই ধর্মগুরুর ক্যান্টারবেরির আর্চ বিশপ রোয়ান উইলিয়ামস এর সাথে সাক্ষাতকার হয়েছে৷ উইলিয়ামস হচ্ছেন বিশ্বে অ্যাংলিকান চার্চগুলোর প্রধান কর্তাব্যক্তি৷ তাঁরা ল্যামবেথ প্যালেসে সাক্ষাৎ করেছেন৷ ল্যামবেথ প্যালেস হচ্ছে বর্তমান আর্চ বিশপের লন্ডন আবাস৷ ত্রয়োদশ শতকে নির্মিত এই প্রাসাদটি ১৫৩৪ সালে অস্টম হেনরি রোমের সাথে সম্পর্ক ছিন্ন করার আগে পর্যন্ত ক্যাথলিক চার্চ যাজকদের আবাসস্থল ছিল৷

সঙ্গত কারণেই ক্যাথলিক এবং অ্যাংলিকানদের এই দুই ধর্মগুরুর সাক্ষাৎ পর্বটিকে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে৷ এই বিষয়টি আদতেও ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ ৷ যদিও এই দুজনের এর আগেও সাক্ষাত হয়েছে৷

পোপ ষোড়শ বেনডিক্টের দ্বিতীয় দিনের কর্ম তালিকায় আরো রয়েছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের রাজনৈতিক এবং সামাজিক নেতাদের সামনে একটি কি নোট পেপার উপস্থাপন৷ সেখানে সম্মানীত অতিথি হিসেবে যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্গারেট থ্যাচারও থাকবেন৷ কিন্তু কনজারভেটিভ পার্টির যুক্তরাজ্যর বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত সপ্তাহে প্রয়াত তাঁর পিতার শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না বলেই জানা গেছে৷

তবে দিনের শেষের দিকের একটি অনুষ্ঠানের কথা না বললেই নয়৷ পোপ ষোড়শ বেনেডিক্ট এবং অ্যাংলিকান চার্চ প্রধান উইলিয়ামস ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এক প্রার্থনা সভায় অংশ নিতে যাচ্ছেন৷ ওয়েস্টমিনিস্টার অ্যাবের হাজার বছরের ইতিহাসে এই প্রথম কোন পোপ সেখানে পা রাখতে যাচ্ছেন৷

প্রতিবেদনঃ হুমায়ূন রেজা

সম্পাদনাঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়