1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণ দেবনাথ প্রয়াত

১৮ জানুয়ারি ২০২২

পশ্চিমবঙ্গে কমিকসের পুরোধা নারায়ণ দেবনাথ চলে গেলেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

https://p.dw.com/p/45fZZ
মঙ্গলবার সকালে প্রয়াত নারায়ণ দেবনাথ। ছবি: Satyajit Shaw/DW

বাঁটুল, নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা, কেল্টুদার জনক আর নেই। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ২৪ ডিসেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে দুইদিন আগে ভেন্টিলেটারে রাখা হয়েছিল। মঙ্গলবার সওয়া দশটা নাগাদ তার মৃত্যু হয়।

কিছুদিন হলো তিনি বয়সজনিত রোগে ভুগছিলেন। এবার তার ফুসফুস ও কিডনির সমস্যা হচ্ছিল। শরীরে অক্সিজেনের মাত্রাও কমছিল। মঙ্গলবার সকালে তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। রক্তচাপের সমস্যা দেখা দেয়। অবস্থা দ্রুত খারাপ হয়।

দশকের পর দশক জুড়ে পশ্চিমবঙ্গে বাচ্চারা বড় হয়েছে তার কমিকসকে সঙ্গী করে। তার বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্দে-ফন্টের কমিকসে ছিল নিখাদ মজা। হাঁদা-ভোঁদা প্রকাশিত হয় ১৯৬২ সালে। বাঁটুল ১৯৬৫ থেকে। আর নন্টে-ফন্টে শুরু হয় ১৯৬৯ সাল থেকে। তিনটি কমিকসই শুরু থেকে হিট। এছাড়াও বাহাদুর বেড়াল সহ আরো কমিকস চরিত্র আছে তার।

নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে পাঠকের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছে। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

জিএইচ/এসজি (আনন্দবাজার, পিটিআই)