‘নারীর ইজ্জতকে আমাদের হেয় করা উচিত নয়’ | পাঠক ভাবনা | DW | 14.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নারীর ইজ্জতকে আমাদের হেয় করা উচিত নয়’

সামনে নগ্ন নারী, ধারাভাষ্যে দুই পুরুষ'– এই প্রতিবেদনটি দেখে চ্যানেল প্রাইম টাইমে মাননীয় ব্লাখমেনের কাছে আমার একটি প্রশ্ন যে, তিনি নগ্ন অবস্থায় যদি দুই নারীর সম্মুখীন হয়ে নিশ্চুপ থাকেন...

...নারীরা পুরুষের নগ্ন অবস্থার বিবরণ দেন,তবে এটা কি পুরুষের কাছে মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়াবে না? এইভাবে নারীর ইজ্জতকে আমাদের হেয় করা উচিত নয়৷ কারণ নারীকে আমরা একধারে সমাজে কখনও মায়ের ভূমিকায়, কখনো কন্যার ভূমিকায়, আবার কখনও বা ভগ্নীর ভূমিকায় দেখে থাকি৷ আমাদের সমাজ এটাকে কোনোদিন বরদাস্ত করবে না৷ সুহৃত ব্যন্দ্যপাধ্যায়, বর্ধমান থেকে লিখেছেন৷

ওয়েবসাইট দেখি প্রতিদিন৷ জলবায়ু পরিবর্তন নিয়ে লেখাগুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ কারণ আমি নিজেও একজন জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবের শিকার আমি একজন কৃষক পরিবারের সদস্য, তাই বর্তমান আবহাওয়া আমাদের কৃষিসহ জীবন জীবিকার বিভিন্ন ক্ষেত্রে এসে পড়ছে৷এ বিষয়ে শুধু বিশেষজ্ঞের মতামত নয়, আমাদের মতো ভুক্তভোগীদের কথাও তুলে ধরতে পারেন৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে লিখেছেন ই-মেলে৷

বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র৷ বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে সামগ্রিক পরিস্থিতি আজ উত্তপ্ত৷ আমরা এখানকার স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিদিনের বিস্তারিত খবর জানতে পারি না৷ একমাত্র ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারছি৷ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আমাদের মনেও উদ্বেগের সৃষ্টি করে৷ কেবলমাত্র প্রতিবেশী রাষ্ট্রই নয়, বাংলাদেশের সাথে যে আমাদের এক আত্মিক সম্পর্কও আছে৷ চলমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি রানা প্লাজা ধসের কারণে ব্যাপক প্রাণহানি সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে৷ আশা করি, বাংলাদেশিরা অচিরেই অটুট মনোবলের পরিচয় দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে৷ শুভেচ্ছা রইলো, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

- ধন্যবাদ সবাইকে৷ আরো বেশি বেশি লিখবেন বন্ধুরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন