1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী ইমামের নেতৃত্বে নামাজ নিয়ে বিতর্ক

১২ সেপ্টেম্বর ২০১৯

ফ্রান্সে দুই মুসলিম নারী ইমামের নেতৃত্বে নারী-পুরুষ একত্রে নামাজ পড়া নিয়ে চলছে বিতর্ক৷ অনেকে একে সমর্থন জানালেও কেউ কেউ তা ইসলামবিরোধী বলে মন্তব্য করছেন৷

https://p.dw.com/p/3PTKJ
নারী ইমামের পেছনে বসে নামাজ পড়তে চান না অনেকেইছবি: Getty Images/AFP/L. Bonaventure

আরও অনেক মুসলিম নারীই ফ্রান্সে ইমামতি করতে চান৷ তবে বরাবরই নানা বাধার কারণে তারা সে সুযোগ পাচ্ছিলেন না৷ কিন্তু ৭ সেপ্টেম্বর ইভা জানাদিন ও আন্নে-সোফি মোসিনে সে কাজটিই করে দেখালেন৷ তাদের ইমামতিতে নামাজ পড়েন ৬০ জনের মতো মুসল্লি৷

এই নামাজে নারী ও পুরুষদের জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা রাখা হয়নি৷ তবে কোন মসজিদে এমন আয়োজন করা হয়, নিরাপত্তার খাতিরে তা প্রকাশ করেনি স্থানীয় গণমাধ্যম৷

মরক্কো ওয়ার্ল্ডনিউজ ডটকম জানিয়েছে, নামাজে অংশ নেওয়া সব নারীর মাথায় কাপড় ছিল না৷ নামাজের খুতবা দেওয়া হয় ফরাসি ভাষায়৷

ফরাসি অনলাইন পত্রিকা আরএফআই ডট এফআর জানিয়েছে দুই নারী ইমাম প্রায় এক দশক আগে ইসলাম গ্রহণ করেন৷ ২০১৮ সালে ভয়েস অব এনলাইটেনড ইসলাম নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করেন তারা৷ তাদের মূল লক্ষ্য এমন একটি পরিবেশ প্রস্তুত করা, যেখানে মুসলিম নারী-পুরুষ এসে নামাজ পড়তে পারেন, ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন৷

লা পেরিসিয়ানকে জানাদিন জানিয়েছেন, ‘‘আমরা ফরাসি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই৷ আধুনিকতার অনেক কিছুই এর মধ্যে থাকবে৷''

আন্ত-সংস্কৃতি মেলবন্ধনের লক্ষ্যে সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকালোস সারকোজি প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম কালচারাল কাউন্সিল ইন ফ্রান্স-সিএফসিএম৷ তবে সংস্থাটির মুখপাত্র আবদাল্লাহ জেকরি নারীদের ইমাম হওয়ার বিরোধীতা করেছেন৷ তার মতে, ‘‘ধর্মের মতো কয়েক শত বছরের ঐতিহ্য চাইলেই একদিনে বদলে ফেলা যায় না৷''

অবশ্য এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলেও, দুই নারী ইমামের আশা শিগগিরই তারা একটি স্থায়ী জায়গা পাবেন৷ সেই জায়গায় নারীরা ইমামতি করতে পারবেন এবং নারী-পুরুষ একসঙ্গে নির্দ্বিধায় নামাজ পড়তে পারবেন৷

এডিকে/ (এএফপি, মরক্কোওয়ার্ল্ডনিউজ ডটকম, আরএফআই ডট আফআর, লা পেরিসিয়ান)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান