নারী পুরুষের সৌন্দর্য চর্চা | পাঠক ভাবনা | DW | 01.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নারী পুরুষের সৌন্দর্য চর্চা

গত ২৮শে মার্চ সকাল থেকে প্রচারিত হচ্ছে ডয়েচে ভেলের নতুন আঙ্গিকের অনুষ্ঠান৷ সাজানো গোছানো ...

ডয়েচে ভেলের আধ ঘন্টার পরিবেশনা বেশ ভাল লাগছে আমাদের৷
নতুন পরবেশনা ক্যাম্পাসে বন বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত বলা হলো৷ আর সবুজ পৃথিবী তে বলা হলো পাখী সংরক্ষণ নিয়ে বিস্তারিত৷ শুনলাম এ বিষয়ের উপর সাক্ষাৎকারও ভাল লাগলো৷ এ সপ্তাহের হেল্থ লাইনে ম্যালেরিয়া নিয়ে আলোচনা বেশ ভাল লাগলো৷

আর মোনালিসা পর্বে জার্মানিতে নারী পুরুষের বেতন বৈষম্য নিয়ে আলোচনাটি ভীষণ ভীষণ ভাল লেগেছে৷ আর বাংলা ওয়েব সাইটে অনেক অজানা তথ্য পড়তে পারছি এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ যতোই দিন যাচ্ছে ততোই আপনাদের ওয়েব সাইটের শ্রী বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার ৷ মোঃ সাইফুল ইসলাম,ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার,বগুড়া-৫৮০০ বাংলাদেশ৷

পশ্চিমের জানালা পরিবেশনায় জার্মান সমাজে বিদেশীদের যুক্ত করা প্রসঙ্গেআলোচনা ভাল লাগল৷ দুই জার্মানি পুনরএকত্রীকরণ ও উভয় অংশের মানুষের জীবনধারা নিয়ে প্রতিবেদন শুনে অনেক তথ্য পেলাম৷

এই প্রজন্ম পর্বে নারী পুরুষের সৌন্দর্য চর্চা নিয়ে সাক্ষাত্কারসহ প্রতিবেদনটি চমৎকার হয়েছে৷ আর সঙ্গীত বিষয়ক নতুন ফিচার সুরের ভূবন শুনলাম, প্রথম পর্বটি হয়েছে অনন্য৷ তবে গত চার দিনের দুবেলার অনুষ্ঠান শুনে আমার মনে হলো যে ফিচার ও রিপোর্ট বাড়িয়ে অনুষ্ঠানকে যথেষ্ট তথ্যবহুল ও আকর্ষণীয় করা হয়েছে একথা ঠিক কিন্তু প্রতিটি ফিচারের সময়সীমা ব্যাপকভাবে ছেটে নেয়া হয়েছে৷

এ সপ্তাহের পশ্চিমের জানালায় জার্মান সমাজে বাংলাদেশীদের সম্পৃক্ত করা নিয়ে প্রতিবেদন শুনে অনক তথ্য পেলাম৷ নতুন আঙ্গিকের এই প্রজন্ম পর্বে নারী পুরুষের সৌন্দর্য চর্চার ওপর সাক্ষাৎকার চমৎকার লাগলো৷ জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন সম্পর্কে জেনে ভালো লাগলো৷ তথ্যে ভরা মজার মজার অনুষ্ঠনমালা উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ লিসনার্সক্লাব, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম৷

বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যকার খোদাবক্স মৃধার ইন্তেকালের সংবাদটি শুনে হত বিহবল হলাম৷ সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি খোদাবক্স মৃধা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, কোনদিন আর তার কণ্ঠে এই বাণী শুনতে পারবে না এদেশের মানুষ৷ ক্রীড়া ধারাভাষ্যকার হয়েও এতটা জনপ্রিয়তা অর্জন করা যায় তা অনেকেরই কল্পনার বাইরে ছিল৷ আমরা তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি৷ ডয়েচে ভেলের কল্যাণে আমরা এই সংবাদটি জানতে পেরে ডয়েচে ভেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ মোঃ মোস্তফা কামাল,ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ ৫২৩/১, উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ বাংলাদেশ৷

ডয়চে ভেলের নতুন ফিচার ক্যাম্পাস বেশ সময়োপযোগী পরিবেশনা মনে করছি৷ আনিসুর রহমান, সাতক্ষীরা৷

নতুন পরিবেশনা সুরের ভূবনে বেশ ভালো লাগলো৷ আশাকরি পরিবেশনটি তাড়াতাড়ি জনপ্রিয় হবে৷ দেশমাতৃকা প্রসাদ রায় ও মাম্পি রায়, বীরভূম, ভারত৷