1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডের কাছে ১৪৬ রানে হেরেছে বাংলাদেশ

৫ ফেব্রুয়ারি ২০১০

বাংলাদেশ আবার হেরে গেলো নিউজিল্যান্ডের কাছে৷ স্বাগতিক দেশের কাছে তারা হেরেছে ১৪৬ রানে৷ নিউজিল্যান্ডের নাপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের প্রথম দিবারাতের একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইরা৷

https://p.dw.com/p/LtoF
ফাইল ফটোছবি: AP

শুরুটা বেশ খারাপ ছিল স্বাগতিকদের৷ শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার ব্যাটসম্যান বিবি ম্যাককুলেম৷ এরপর মাঠে নামেন এমজে গুবতিল৷ তার রানের খাতা খুললেও দুই রানে আউট৷ কিন্তু অপর ওপেনার ব্যাটসম্যান পিজে ইনগ্র্যাম বেশ শক্ত ভাবে লড়ে যেতে থাকেন৷ ১১৭ বল খেলে তিনি তুলে নেন উনসত্তর রান৷ শুক্রবারই ছিল তার প্রথম একদিনের ম্যাচ, যাকে বলা হয় ডেব্যু৷

এই ম্যাচে নিউজিল্যান্ডের টপ অর্ডারের চেয়ে যেন ভালো খেললেন মিডল অর্ডাররা৷ বিশেষ করে জেডিপি ওরামের নাম বলতেই হয়৷ তিনি করেন ৮৩ রান৷ এছাড়া এন টি ব্রুম করেছেন ৭১ রান৷ সব মিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান৷ ৫০ ওভারের খেলায় ডিআর টুফে এবং এজে ম্যাককে ছিলেন অপরাজিত৷

৩৩৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি তামিম ইকবাল এবং ইমরুল কায়েস বেশ ভালোই সংগ্রহ করেছিলেন৷ তারা দুইজন যথাক্রমে করেন ৬২ এবং ৩৩ রান৷ ইমরুল আউট হয়ে যাবার পর মাঠে নামেন আশরাফুল এবং মাত্র ৫ রান করে ফিরে যান সাজঘরে৷ এরপর রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম দুই অংকের ঘরে রান না করেই চলে যান সাজঘরে৷ মাহমুদউল্লাহ মাঠে নেমে ২৩ রান করে আউট হয়ে যান৷ নাইম ইসলাম করেন ১৫৷ সবকটি উইকেট হারিয়ে ৪৩ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯০৷

বোলিং এ বাংলাদেশের সাইফুল ইসলাম নিয়েছেন ৪টি উইকেট৷ অন্যদিকে, নিউজিল্যান্ডের ডি এল ভিট্টোরির থলেতে জমা হয় ৩টি উইকেট৷ জেডিপি ওরাম হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক