1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের ইনিংস জয়

২৩ নভেম্বর ২০১০

নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টে ইনিংস জয় করলো ভারত৷ ইনিংস এবং ১৯৮ রানে জয়লাভ করে ভারত৷ মঙ্গলবার দ্বিতীয় ইনিংসেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের কাছে আত্মসমর্পণ করে৷

https://p.dw.com/p/QFv7
NAGPUR, Indian, cricketer, Harbhajan, Singh, New Zealand, সিরিজ, সেঞ্চুরি, হরভজন সিং, নিউজিল্যান্ড, টেস্ট, ভারত,
সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন হরভজন সিংছবি: UNI

হরভজন সিং ব্যাট আর বলে যে কুশলী দক্ষতার পরিচয় রেখেছেন তার জন্যে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন৷ রাহুল দ্রাবিড় নির্বাচিত হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ৷ খেলা শেষে অফ স্পিনার হরভজন সিং বলেন, ‘‘এটা ছিল একটা সন্তোষজনক সিরিজ৷ বিশেষ করে ব্যাটে৷ তবে আমি মনে করি আমি আরো কয়েকটি বেশি উইকেট নিতে পারতাম৷'' সিরিজে তিনি দুটি সেঞ্চুরি করেছেন৷ হরভজন সিং পিচের প্রশংসা করে বলেন, এই পিচ ব্যাটসম্যান এবং বোলারদের খুবই সাহায্য করেছে৷

রাহুল দ্রাবিড় বলেন, ‘‘সম্ভবত এটিই ছিল সেরা উইকেট৷ যা আমি অনেক বছরের মধ্যে এবার খেললাম৷'' এদিকে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় স্থানের অধিকারী নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা ভারতের জন্যে গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন দলের ক্যাপটেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় দলের জন্যে ভালো খেলাটা জরুরি৷ তারপরেই বিশ্বকাপ৷'' ধোনি বলেন, ‘‘ফলাফল যাই হোক তা মেনে নিয়ে প্রক্রিয়ার ব্যাপারে সাবধান হতে চেষ্টা করবো৷ তবে আমরা আমাদের সেরা খেলা দেখাতে চাই৷''

সোমবার ম্যাচের তৃতীয় দিন ভারত ৮ উইকেটে ৫৬৬ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে৷

এদিকে, এশিয়ান গেমসের টেনিসে দুই দিনের মধ্যে দ্বিতীয় সোনা জয় করেছেন ভারতের সোমদেব দেব বর্মণ৷ সোমদেব উজবেকস্তানের ডেনিস স্তোমিনকে ৬-১, ৬-২ সেটে পরাজিত করে সোনা ছিনিয়ে নেন৷ সোমদেব দেব বর্মণ অক্টোবরে অনুষ্ঠিত নতুনদিল্লির কমনওয়েলথ গেমসেও গেমস টাইটেল লাভ করেন৷ মঙ্গলবার সোনা জয়ের পরে বর্মণ বলেন, ‘‘এই সোনা জয় আমার কল্পনার বাইড়ে ছিল৷ আমি সত্যিই ভাবিনি৷'' তিনি বলেন, ‘‘আমি এখানে এসেছি আমার সাধ্যমত খেলার জন্যে৷ আমি দেশের জন্যে জয় করতে পেরেছি সেইজন্যে আমি খুশি৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক