1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডে শোকের মাতম: খনিতে আটক ২৯ শ্রমিক হত

২৪ নভেম্বর ২০১০

নিউজিল্যান্ডের কয়লা খনির ভিতরে আটকা পড়া খনি শ্রমিকদের কেউই বেঁচে নেই৷ পাঁচ দিন আগে খনি বিস্ফোরণের কবলে পড়ে ২৯ জন খনি শ্রমিক৷ এরপর সেখানে আরেক দফা বিস্ফোরণে সকল শ্রমিক মারা যায় বলেই আশঙ্কা৷

https://p.dw.com/p/QGp9
mine, coal, mine, explosions, নিউজিল্যান্ড, খনি, শ্রমিক, হত
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

নিউজিল্যান্ডের দক্ষিণের গ্রেমাউথ শহরের কাছে পিক রিভার কয়লা খনিতে ঘটেছে এই মর্মন্তুদ ঘটনা৷ পর্বত আচ্ছাদিত ঐ খনিতে মিথেন গ্যাসের প্রভাবে বড় ধরণের বিস্ফোরণে ভূপৃষ্ঠের ২ দশমিক ৩ কিলোমিটার গভীরের প্রধান ট্যানেলে কর্মরত এই শ্রমিকরা গত শুক্রবার রাতে আটকা পড়েন৷ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ভেতরে বিষাক্ত গ্যাস জমে দ্বিতীয় বারের মত বিস্ফোরণ হবার কারণে অবশেষে হেরে যান তারা৷

দেশটির প্রধানমন্ত্রী জন কি এই ঘটনা নিশ্চিত করে বলেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত৷ এটা জাতির জন্য বড় ধরণের একটি ক্ষতি৷ নিউজিল্যান্ড ছোট্ট একটি দেশ৷ এখানে সবাই সবার ভাইয়ের মতন৷ অন্য সবার মত আমিও আমার কিছু ভাইকে হারিয়ে ব্যথিত৷' সেই সঙ্গে তিনি এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন৷

উদ্ধার কাজ পরিচালনার জন্য সেখানে পাঠানো ছোট্ট রোবট এবং ইলেক্ট্রনিক ডিভাইসের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উদ্ধারকারীরা জানিয়েছেন, সেখানে কোন জীবিত মানুষের অস্তিত্বের সংকেত পাওয়া যায়নি৷ মাটির নীচ থেকে বের হওয়া অধিক মাত্রার কার্বন ও মিথেন গ্যাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে৷ ফলে কেউ বেঁচে নেই বলেই তারা মনে করছেন৷ সারা দেশে তাই শোকের ছায়া৷

সম্প্রতি চিলির খনি থেকে আটক শ্রমিকদের সকলকে অক্ষত দেহে উদ্ধার করে আনার বীরোচিত সাফল্যের পর নিউজিল্যান্ডের এই ঘটনা এক ট্র্যাজেডি বৈকি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক