1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ড হকি দলের ভারত সফর

২২ ফেব্রুয়ারি ২০১০

নিউজিল্যান্ডের পুরুষদের হকি টিম নতুনদিল্লিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ গ্রহণের জন্য রওনা হয়ে গেছে তাদের স্ট্রাইকার সিমন চাইল্ডকে ছাড়াই৷

https://p.dw.com/p/M8MM
ইন্ডিয়া গেট-এর সামনে ভারতীয় হকি দলছবি: AP

টুর্নামেন্ট চলাকালে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে - এই হুমকির ভয়ে চাইল্ড আসছেন না৷ চাইল্ড হচ্ছেন একমাত্র খেলোয়াড় যিনি আঠারো সদস্যবিশিষ্ট নিউজিল্যান্ড টিমের সাথে নতুন দিল্লি আসছেন না৷

হকি নিউজিল্যান্ড নিশ্চিৎ করে বলেছে, নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশ নেবে৷ কারণ খেলোয়াড়দের নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে৷ হকি নিউজিল্যান্ড-এর প্রধান হিলারি পুল বলেছেন, আমরা বিস্তারিত যা জানতে পেরেছি তাতে বলা হয়েছে দলকে নিরাপত্তা দেয়া হবে৷ তাই আমরা টুর্নামেন্টে আমাদের টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি৷ তবে তিনি বলেন, আমরা অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছি যারা নতুনদিল্লি টুর্নামেন্টে অংশ নেবে৷

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৮ থেকে মার্চের ১৩ তারিখ পর্যন্ত৷

প্রতিবেদক : আবদুস সাত্তার

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক