1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কে মসজিদ নির্মাণের পক্ষে ওবামা

১৪ আগস্ট ২০১০

নাইন-ইলেভেনের সেই অভিশপ্ত ভূমির কাছেই মসজিদ নির্মাণ নিয়ে বিতর্কে জল ঢেলে এই উদ্যোগের পক্ষে সমর্থন জানালেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা৷

https://p.dw.com/p/OnXN
মার্কিন সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা মনে করিয়ে দিলেন ওবামাছবি: AP

‘‘নাগরিক হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, অন্যান্য যে কোনো ধর্মাবলম্বীদের মতো মুসলিমদেরও নিজেদের ধর্ম পালনের সমান অধিকার রয়েছে৷'' হোয়াইট হাউসে শুক্রবার ইফতারির সময় তিনি এই মন্তব্য করেন৷ ওবামার মতে, এই অধিকারের মধ্যে ধর্মস্থান নির্মাণও রয়েছে৷ ‘‘এটা অ্যামেরিকা৷ ধর্মীয় স্বাধীনতার প্রতি আমাদের অটুট বিশ্বাস থাকা উচিত,'' বলেন ওবামা৷ এ প্রসঙ্গে তিনি সংবিধানের সেই ধারার প্রতি মনোযোগ আকর্ষণ করেন, যাতে ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টির কথা বলা হয়েছে এবং ধর্মবিশ্বাসের কারণে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে৷

স্থানীয় সব আইন-কানুন মেনেই নিউ ইয়র্কের লোয়ার ম্যানহ্যাটান এলাকায় এক বেসরকারি সম্পত্তি কিনে সেই জায়গায় উপর ১৫ তলার একটি মসজিদ ও কমিউনিটি সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ উদ্যোক্তারা গত সপ্তাহে শহর কর্তৃপক্ষের কাছ থেকে ঐ বাড়িটি ভাঙার অনুমতিও পেয়ে গেছেন৷

Jahrestag Ground Zero 3 Jahre später 11 September
‘গ্রাউন্ড জিরো’র কাছেই গড়ে তোলার কথাছবি: AP

কিন্তু অ্যামেরিকায় এই প্রকল্পের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ দেখা যাচ্ছে৷ যাঁরা নাইন-ইলেভেন'এর শিকার হয়েছিলেন, তাঁদের আত্মীয়-স্বজনদের অনেকেই এই দলে রয়েছেন৷ অনেক বিশিষ্ট রাজনৈতিক নেতাও তাঁদের সমর্থন করে বলছেন, এই মসজিদ তৈরি হলে নিহতদের আত্মার প্রতি অসম্মান করা হবে৷

এই সমালোচনার জবাবে ওবামা বলেছেন, সন্ত্রাসবাদীরা মোটেই সংখ্যাগুরু মুসলিমদের প্রতিনিধিত্ব করে না৷ ‘‘আমাদের শত্রুরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে না৷ আল কায়েদা ইসলামের পক্ষে অবস্থান নেয় নি, ইসলাম ধর্মকে বিকৃত করে চলেছে৷''

সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়