1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিক ক্লেগ-এর দিকেই তাকিয়ে আছেন ব্রিটিশরা

২৩ এপ্রিল ২০১০

ব্রিটেনের নির্বাচনপূর্ব পরিস্থিতি ক্রমশই আরও জমজমাট হয়ে উঠছে৷ টিভি বিতর্কের দ্বিতীয় পর্যায়েও নিজেদের আধিপত্য বজায় রাখতে সফল লিব ডেম৷ সকলের চোখই এখন লিব ডেম অর্থাৎ লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা নিক ক্লেগ-এর দিকে৷

https://p.dw.com/p/N4pl
নিক ক্লেগছবি: AP

প্রথমে কতগুলো প্রাথমিক খবর বিষয়ে নিশ্চিত হওয়া যাক৷ ব্রিটিশ রাজনীতির প্রধানতম মঞ্চে বহুদিন ধরে চলেছে লেবার আর টোরি দলের আধিপত্য৷ কিন্তু ২০১০ সালের সংসদীয় নির্বাচনই প্রথম, যেখানে দেখা যাচ্ছে এই দীর্ঘমেয়াদী দুই দলীয় ব্যবস্থার অবসান ঘটতে চলেছে৷ এবং তৃতীয় দল হিসেবে চটপট ওপরে উঠে এসেছে লিবারেল ডেমোক্র্যাট বা লিব ডেম দল৷ বস্তুত এই লিব ডেম বা উদার গণতন্ত্রীদের তরুণ এবং শীর্ষ নেতা নিক ক্লেগ হচ্ছেন সেই ব্যক্তিত্ব, যাঁর দিকে সকলেরই চোখ৷

ব্রিটিশ নির্বাচনের ফলাফল এবার ত্রিশঙ্কু হওয়ার সমূহ সম্ভাবনা৷ বলছে যাবতীয় ব্রিটিশ মিডিয়া৷ কিন্তু ত্রিশঙ্কু ফলাফল হলেও লিব ডেম যে পরিমাণ আসন দখল করবে বলে ধারণা করা হচ্ছে, তাতে সরকার গড়তে গেলে তাদের সহযোগিতা অবশ্যম্ভাবী৷ এতদিন পর্যন্ত গড় হিসাবে এই দলের দখলে থাকত ত্রিশ থেকে চল্লিশটি আসন৷ কিন্তু আগাম সমীক্ষা বলছে, এবার নাকি অন্ততপক্ষে একশোটি আসন দখল করার মত অবস্থায় ইতিমধ্যেই পৌঁছে গেছে লিব ডেম৷ হয়তো বা তার চেয়েও বেশি আসনের দখল নিয়ে ফেলে সরকার গঠনে প্রধান ভূমিকা নিতে দেখা যাবে তাদেরই৷

Großbritannien Wahlen Sky news TV-Duell Gordon Brown, Nick Clegg und David Cameron
টিভি বিতর্কছবি: AP

তবে নির্বাচনী প্রচারের শুরুতে তেমন সম্ভাবনা না দেখাতে পারলেও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্বে লেবার দলের অবস্থানও এখন ততটা খারাপ নয়, বলছেন বিশ্লেষকদের একাংশ৷ বৃহস্পতিবারের সর্বশেষ টিভি বিতর্কের পর দেখা যাচ্ছে, ব্রাউনের জন্য এই মুহূর্তে রয়েছে ২৭.৬ শতাংশ ভোটারের সমর্থন৷ কয়েকদিন আগেই যে পরিসংখ্যান ছিল বেশ নগণ্য৷

তার মানে এরকমই দাঁড়াচ্ছে যে যদি ত্রিশঙ্কু ফলাফল হয়, সেক্ষেত্রে লিব ডেম-এর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চাইবে লেবার দল৷ কিন্তু, লিব ডেম-এর বক্তব্য, লেবার দলের পরপর দুটি সরকারের ঝুলিতে ইরাক যুদ্ধ সহ যে সমস্ত দুর্নামের বোঝা রয়েছে, তার ভাগ নিতে রাজি নয় তারা৷ এরপরেও নির্বাচন পরবর্তী সমীক্ষাই বলে দেবে শেষ কথা৷ তবে লিব ডেম-এর তরুণ তুর্কি নিক ক্লেগ যে এই মুহূর্তে এবং অদূর ভবিষ্যতে ব্রিটিশ রাজনীতির অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠছেন, সে বিষয়ে কারও কোন সন্দেহ নেই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক