1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজেদের মর্টারের আঘাতে পাকিস্তানে নিহত ১৩ সেনা

২৯ মার্চ ২০১১

পাকিস্তানের সীমান্ত এলাকায় সরকারী বাহিনীর স্বপক্ষের মর্টারের আঘাতে একজন কর্নেলসহ ১৩ জন সেনা নিহত হয়েছেন৷ সেনা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন৷ বলেছেন, ভুলের কারণেই ঘটেছে এই ঘটনা৷

https://p.dw.com/p/10jQo
খাইবার প্রদেশে তালেবান এবং আল-কায়েদা বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছেছবি: picture-alliance / dpa

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত এলাকা খাইবার প্রদেশে তালেবান এবং আল-কায়েদা বিরোধী অভিযান পরিচালনা করছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী৷ এমনি একটি অভিযান চলছিল গতকাল সোমবার রাতের বেলা৷ সেনাবাহিনী মেশিনগান এবং মর্টার নিয়ে জঙ্গিদের উপরে হামলা পরিচালনা করে আসছিল৷ রাতে সেই অভিযান চলাকালেই ঘটে এই ঘটনা৷

সেনা কর্মকর্তা লেফটেনেন্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিক জানান, সোমবার মধ্যরাতে অভিযান চলার সময় সেনাবাহিনীর একটি দল জঙ্গিদের উদ্দেশ্যে মর্টার হামলা পরিচালনা করছিল৷ এমনি হামলার এ পর্যায়ে একটি মর্টার ভুলবশত নিজ দলের উপরেই গিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে৷ নিহত সেনাদের শেষকৃত্যানুষ্ঠানের পর এ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান৷ তিনি জানান, নিহতদের মধ্যে আছেন একজন কর্নেল এবং এক অফিসারসহ মোট ১৩ জন সেনা সদস্য৷

অবশ্য স্থানীয় কয়েকজন বাসিন্দার মত, সেনা বোঝাই একটি ট্রাকের উপর জঙ্গিরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে৷

যে স্থানে এই ঘটনা ঘটেছে, সেই খাইবার উপজাতীয় এলাকা জঙ্গিদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত৷ অন্যদিকে, এই অঞ্চলটি আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর জন্য রসদ পাঠানোর অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: ফাহমিদা সুলতানা