1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তার চাদরে কমনওয়েলথকে মুড়েছেন চিদাম্বরম

২৯ সেপ্টেম্বর ২০১০

কমনওয়েলথ গেমসের ঢাকে কাঠি পড়ার আগেভাগেই কোর্ট বেশ সামলে নিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম৷ নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হয়েছে গেমসের চত্বর৷ তার মধ্যেও হুমকি থাকায় কিছুটা চিন্তিত চারটি দেশ৷

https://p.dw.com/p/PPJ4
Indien Commonwealth Games New Delhi
প্রস্তুতি চলছে কমনওয়েলথ গেমসেরছবি: picture alliance/dpa

গেমস ভিলেজ নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া

পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণেই৷ অন্তত গত সোমবার থেকে শুরু হওয়া প্রশংসার বাক্য শোনা গেছে মঙ্গলবারও৷ মঙ্গলবার গেমস ভিলেজে অ্যাথলিট, খেলোয়াড় ইত্যাদিদের চেয়ে বেশি চোখে পড়েছে নিরাপত্তা কর্মী৷ পুলিশ কুকুর, এইসব৷ একেবারে কড়া নিরাপত্তায় গেমসকে মুড়ে দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের স্বরাষ্ট্রদপ্তর৷ দিল্লী পুলিশের সঙ্গেই এখন কেন্দ্রীয় বাহিনীও দায়িত্ব নিয়েছে গেমসের নিরাপত্তা রক্ষার৷ দিল্লী পুলিশের ৮০ হাজার কর্মী ছাড়াও যোগ দিয়েছে ১,৭৫০০০ আধাসেনা এবং তিন হাজার এসজি বা স্পেশ্যাল প্রোটেকশন কমান্ডোর বিশেষ বাহিনী৷ আকাশ থেকে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে স্বয়ংক্রিয় ইউভি বিমান, যা উড়তে দেখা যাচ্ছে দিল্লীর আকাশে৷ সন্দেহজনক কিছু আকাশে দেখা গেলে সঙ্গে সঙ্গে সেটাকে গুলি করে নামানোর জন্য দেড়শো সেনা জওয়ানের ‘স্পেশ্যাল ওয়েপনস ট্যাকটিক্স টিম' তাদের কাজ শুরু করে দিয়েছে৷ সব মিলিয়ে সাজসাজ রব৷

Indian police officers
নতুন দিল্লীর সর্বত্রই কড়া নিরাপত্তা ব্যবস্থাছবি: AP

নিরাপত্তা কারণ জঙ্গি হামলার হুমকি

কারণ জঙ্গিদের হুমকি৷ এই গেমসের ওপর হামলা চালাবার হুমকি অনেকদিন আগে থেকেই দিয়ে রেখেছে জঙ্গিরা৷ বিশেষ করে ইন্ডিয়ান মুজাহিদিন নামের জঙ্গিগোষ্ঠীর হুমকি রয়েছে বিশেষ করে কমনওয়েলথ গেমসে হামলা চালাবার বিষয়ে৷ সেসব ঠেকানোর ব্যাপার তো আছেই৷ সুতরাং গেমসের নিরাপত্তা ছাড়াও দিল্লী শহরের পথে পথে একশোটি ‘অ্যান্টি সাবোট্যাজ টিম' বা সন্ত্রাসী ষড়যন্ত্র ঠেকানোর বিশেষ প্রশিক্ষিত দল ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশে৷

চার দেশের অ্যাথলিটদের বিশেষ নির্দেশ

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যন্ড আর ক্যানাডা৷ এই চারটি দেশের ওপর হামলার ভয় সবচেয়ে বেশি৷ জঙ্গিরা এদের খেলোয়াড়দের ওপর হামলা করতে পারে এই আশঙ্কায় এই দেশগুলি তাদের অংশগ্রহণকারী অ্যাথলিটদের খেলার বাইরে নিজেদের দেশের জার্সি না পরার নির্দেশ জারি করেছে৷ উদ্দেশ্য, হামলাকারী জঙ্গি যাতে সনাক্ত করতে না পারে কে কোন দেশের খেলোয়াড়৷ তবে গেমস ভিলেজের অভ্যন্তরের নিরাপত্তা নিয়ে সকলেই খুশি৷ অধিকাংশ দেশের তরফে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে মঙ্গলবার৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান