1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা পরিষদের পদের জন্য প্রার্থী হল জার্মানি

২৬ সেপ্টেম্বর ২০১০

জার্মানির পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি অস্থায়ী আসনের জন্য নিজ দেশের প্রার্থীতার সপক্ষে বক্তব্য রাখলেন ৷ অন্যদিকে নিরাপত্তা পরিষদে জার্মানির স্থায়ী পদ পাওয়ার জন্য সমর্থন দিয়েছে ব্রিটেন৷

https://p.dw.com/p/PMoG
Guido Westerwelle UN Vollversammlung
জাতিসংঘে বক্তব্য রাখছেন ভেস্টারভেলেছবি: AP

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রথম বক্তব্য রাখলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে নিজ দেশের প্রার্থীতার কথা জানিয়ে ভেস্টারভেলে বলেন, ‘‘জার্মানির পররাষ্ট্র নীতি হচ্ছে শান্তির নীতি৷ জার্মানি নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায়৷ কারণ আমরা স্বাধীনতা এবং উন্নয়নের জন্য বিশেষভাবে অবদান রাখতে চাই৷''

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ স্থায়ী পদ লাভ করে৷ এরা হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন৷ এর বাইরে ১০টি করে দেশ দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে৷ এবার জার্মানির পাশাপাশি ক্যানাডা এবং পর্তুগালও সদস্য পদের জন্য চেষ্টা করছে৷ আগামী মাসে এই ভোটাভুটি অনুষ্ঠিত হবে৷

জার্মানির অবদানের স্মরণ

নিরাপত্তা পরিষদে অস্থায়ী পদের জন্য জার্মানির প্রার্থীতার ব্যাপারে ভেস্টারভেলে তাঁর দেশের বিভিন্ন অবদানের কথা মনে করিয়ে দেন৷ তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘকে যেসব দেশ সবচেয়ে বেশি সহায়তা দিয়ে যাচ্ছে তাদের মধ্যে জার্মানি হচ্ছে তৃতীয়৷ একই সঙ্গে তিনি চলমান বিশ্ব আর্থিক মন্দা কাটিয়ে ওঠার ক্ষেত্রে জার্মানির সফলতার বিষয়টিও জানান৷ ভেস্টারভেলে আরও বলেন, ‘‘আপনারা জানেন যে অন্য দেশে সামরিক হস্তক্ষেপ না করার একটি সংস্কৃতি আমাদের রয়েছে৷ একই সঙ্গে আমরা জানি যে জলবায়ু রক্ষাতেও আমরা একসঙ্গে কাজ করতে পারবো৷''

Nick Clegg, deputy PM of Britain
জার্মানিকে সমর্থন দিচ্ছেন নিক ক্লেগছবি: AP

উল্লেখ্য, অনেক দিন ধরে জার্মানির পাশাপাশি, জাপান, ব্রাজিল ও ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী পদ পেতে দেন দরবার করে আসছে৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রী ভেস্টারভেলে তাঁর বক্তব্যে নিজ দেশের স্থায়ী পদে আগ্রহের বিষয়টিরও পুনরাবৃত্তি করেছেন৷

ব্রিটেনের সমর্থন

এদিকে জার্মানির স্থায়ী সদস্য পদের জন্য পূর্ণ সমর্থন দিয়েছে নিরাপত্তা পরিষদের অন্যতম দেশ ব্রিটেন৷ ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে জার্মানির পেছনে তাঁর দেশের স্পষ্ট সমর্থন রয়েছে৷ তবে ক্লেগ একই সঙ্গে বলেছেন যে জার্মানির পাশাপাশি জাপান, ব্রাজিল, ভারত এবং আফ্রিকা মহাদেশের একটি দেশকেও নিরাপত্তা পরিষদের স্থায়ী পদ দেওয়া উচিত৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী