1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা হেফাজতের নামে কারাবন্দিত্বের বিরুদ্ধে রুল

৮ জুন ২০১০

নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক রাখা কেন বেআইনি ঘোষণা করা হয়েছে জানতে চেয়ে সরকারকে রুল দিয়েছে হাইকোর্ট৷ রংপুরে এক তরুণীকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানোর ঘটনায় আদালত মঙ্গলবার এই রুল দেন৷

https://p.dw.com/p/NlQS
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

গত মে মাসে রংপুরে এক তরুণীকে দুর্বৃত্তরা অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করে৷ পরে উদ্ধার করে পুলিশ৷ ৩১শে মে ওই তরুণী কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন৷ ওইদিনই ডাক্তারি পরীক্ষার পর তরুণীকে নিরাপত্তা হেফাজতের নামে জেলে পাঠান আদালত৷ এই ঘটনা পত্রিকায় ছাপা হলে আইনজীবী মাহবুব শফিক, এম এ হাফিজুল আলম ও ইমরানুল হক হাইকোর্টে রিট করে নিরাপত্তা হেফাজত বাতিল করে সত্যিকার নিরাপত্তা হেফাজতের আবেদন জানান৷ আদালত নিরাপত্তা হেফাজত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেন৷ যা সাংবাদিকদের জানান, ব্যারিস্টার মাহবুব শফিক৷

হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী এবং দেলোয়ার হোসেনের বেঞ্চ একই সঙ্গে আরো কিছু নির্দেশ দিয়েছেন৷ এর মধ্যে রয়েছে ওই তরুণীকে মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে কারাগার থেকে মুক্ত করে সত্যিকারের নিরাপত্তা হেফাজতে নিতে হবে৷

১০ই জুন তরুণীকে হাইকোর্টের সামনে হাজির করতে হবে৷ এবং কেন তরুণীকে জেলে পাঠানো হল তার ব্যাখ্যা দিতে হবে রংপুর আদালতের মুখ্য হাকিমকে৷

আদালতের এই নির্দেশ ফ্যাক্স বার্তার মাধ্যমে রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রংপুর আদালতের হাকিমকে জানানো হয়েছে৷ এটর্নি জেনারেল অফিস জানিয়েছে তরুণীকে আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্ত করে ইতিমধ্যেই জেলা প্রশাসকের হেফাজতে পাঠানো হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই