1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের আগে ক্ষমতা ছাড়বো না: মুবারক

১০ ফেব্রুয়ারি ২০১১

মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক নির্বাচনের আগে ক্ষমতা ছাড়ার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ বৃহস্পতিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এই তথ্য জানান মুবারক৷ আগামী সেপ্টেম্বরে মিশরে নির্বাচনের পরিকল্পনা রয়েছে৷

https://p.dw.com/p/10FRi
জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মুবারকছবি: picture alliance/dpa

টেলিভিশন ভাষণে মুবারক জানান, সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন৷ তার আগে পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবেই দায়িত্ব পালন করবেন প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা এই বর্ষীয়ান নেতা৷

তবে, মুবারক তাঁর কিছু ক্ষমতা ভাইস-প্রেসিডেন্ট ওমর সুলাইমানকে হস্তান্তরের অঙ্গীকার করেছেন৷ একইসঙ্গে জানিয়েছেন, বিদেশিদের কোন নির্দেশনা মানবেন না তিনি৷

এদিকে, মুবারকের এই ভাষণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিক্ষোভকারীরা৷ শুক্রবার সেদেশে সরকারবিরোধী তুমুল গণবিক্ষোভের প্রস্তুতি চলছে৷

বিস্তারিত আসছে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান