1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের বর্জ্য থেকে হবে ছাতা-ব্যাগ

১৮ এপ্রিল ২০১৯

নির্বাচন শেষ ইন্দোনেশিয়ায়৷ প্রচারণার সময়ে ব্যানার-ফেস্টুনে ছেয়েছিল পুরো দেশ৷ এখন সেসব ব্যানার-ফেস্টুনের গন্তব্য হওয়ার কথা বিভিন্ন ভাগাড়৷ কিন্তু তা না করে বর্জ্যকে কাজে লাগাতেই উদ্ভাবনী চিন্তা প্রয়োগ করছেন ইন্দোনেশীয়রা৷

https://p.dw.com/p/3H1bm
Indonesien Wahlen Wahlwerbung wird entfernt
ছবি: Rizki Djaffar

প্লাস্টিকের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড দিয়ে চমৎকার সব ব্যাগ আর ছাতা বানানো হবে সেদেশে৷ এর মাধ্যমে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি নিত্য প্রয়োজন মেটানোরও চিন্তা করছে ইন্দোনেশিয়া৷

অতীতে মানুষ জানতো না আসলে এসব ব্যানার-ফেস্টুনের গন্তব্য কোথায় হবে৷ তবে এবার আগেই নির্বাচনের বর্জ্য নিয়ে নতুন কিছু করার কথা ভাবা হয়েছিল৷

নির্বাচনের পর ব্যানার-ফেস্টুনগুলো সরানোর কাজ করে কোনো কোনো এলাকার স্থানীয় প্রশাসন৷ এরপর সেগুলোকে নির্দিষ্ট স্থানে জড়ো করা হয়৷ শুধু জাকার্তার গাম্বির ডিস্ট্রিক্ট থেকেই প্রায় সাড়ে ছয় হাজার ব্যানার আর পতাকা সরানো হয়েছে৷

গাম্বির জেলার পুলিশ প্রধান ফিতরানো জায়া পুত্র ডয়চে ভেলেকে বলেন, ‘‘ব্যানার আর পতাকাগুলো নিবন্ধনকৃত৷ সেগুলো একত্র করে নেয়া হচ্ছে ক্যাকুং ক্যাম্পে৷ কোনো দল যদি চায়, তাহলে তারা সেখান থেকে পুনরায় সেগুলো ব্যবহার করতে পারে৷''

এর বাইের পশ্চিম জাভার বান্দুং এলাকায় অধিবাসীদের কাছ থেকে ব্যানার-ফেস্টুন সংগ্রহ করছে পারংপং নামে একটি আবর্জনা রিসাইক্লিং কোম্পানি৷ এগুলো দিয়ে ওই প্রতিষ্ঠান অনেকবার ব্যবহারযোগ্য ব্যাগ তৈরি করে থাকে৷

পারংপং-এর প্রতিষ্ঠাতা রেন্ডি আদিত্য ওয়াসিদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগে ব্যাগ বানানোর জন্য আমরা পুনরায় ব্যবহারযোগ্য জিনিস খুঁজতাম৷ এখন পুরাতন ব্যানার-ফেস্টুনের মতো কাঁচামাল আমরা পাচ্ছি৷ এগুলো শক্ত এবং পানিনিরোধী৷''

নির্বাচনি বর্জ্যে ব্যাগ বানানোর এই উদ্যোগ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করছে বলে জানান ওয়াসিদ৷ মানুষ নিজের শহরের কথা চিন্তা করেই ব্যানার-ফেস্টুন তাঁর প্রতিষ্ঠানে পাঠাচ্ছে৷

২০০৫ সালের বন্যায় ভেসে আসা আবর্জনায় চাপা পড়ে এবং আর্বজনার স্তূপের আগুনের ফলে ১০০ মানুষ মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করেছিল বান্দুং৷ সে কারণে আবর্জনাকে ভিন্ন উপায়ে ব্যবহারের বিষয়টি তাঁদেরকে বেশি ভাবাচ্ছে৷

Wahlen in Indonesien   Joko Widodo
নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে আছেন ইন্দোনেশিয়া বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডোছবি: Reuters/E. Su

নির্বাচনি বর্জ্যকে রিসাইক্লিংয়ের আইডিয়া দিতে প্রতিযোগিতার আয়োজন করেছে মধ্য জাভা কর্তৃপক্ষ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিযোগিতার ঘোষণা দেন সেখানকার গভর্নর গাজার প্রাণও৷

‘‘আপনি কি চান এর মাধ্যমে ছাতা বানাতে? অথবা আপনার কি এটা দিয়ে ব্যাগ বানানোর ইচ্ছা? যেটাই বানাবেন না কেন, এটা হবে একটি চমৎকার জিনিস,'' এক ভিডিও বার্তায় একটি ব্যানার দেখিয়ে বলেন তিনি৷

এই প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে ২০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া পুরস্কারের ঘোষণা দিয়েছেন গভর্নর৷ ২০ এপ্রিল পর্যন্ত আইডিয়া জমা দেয়ার সুযোগ থাকছে সেখানে৷

মার্জারি লিনার্ডি/এমবি