1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছে বিএনপি

২৮ জানুয়ারি ২০১১

জাতীয় সংসদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করছে বিএনপি৷ বিএনপি মহাসচিব খন্দকার দেলায়ার দোলোয়ার হোসেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রাক্ষণবাড়িয়ায় তাঁদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/106Tx
প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা

ব্রাক্ষণবাড়িয়া-৩ এবং হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি জয় পেয়েছে হবিগঞ্জে৷ আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন ব্রাক্ষণবাড়িয়ায়৷ যদিও দু'টি আসনই ছিল আওয়ামী লীগের৷ কিন্তু বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বলছেন, নির্বাচনে কারচুপি হয়েছে৷ কারচুপি না হলে ২টি আসনেই বিএনপি জিতত৷ তাই নির্বাচন সুষ্ঠু হওয়ার যে দাবি নির্বাচন কমিশন করছে তা উড়িয়ে দেন তিনি৷ তাঁর কথায়, নির্বাচন সুষ্ঠু হলে, হবিগঞ্জে আরো বেশি ভোটে জয়ী হতেন বিএনপি'র প্রার্থী৷ তিনি জানতে চান এটি মডেল নির্বাচন হলে কারচুপির নির্বাচন তাহলে কোনটা?

বিএনপি মহাসচিবের আরও বক্তব্য, সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন রহস্যময় ভূমিকা পালন করেছে৷ তারা সেনা মোতায়নের জন্য সরকারকে চিঠি দিয়ে থাকলেও তা করা হয়নি কেন? এরমধ্যে লুকোচুরি আছে৷ নির্বাচন কমিশানারদের পদ থেকে সরিয়ে নতুন নিরপেক্ষ কমিশনারদের অধীনে ব্রাক্ষণবাড়িয়ায় ফের নির্বাচনের দাবি জানান তিনি৷

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে খন্দকার দেলায়ার বলেন, রোববার ব্রাক্ষণবাড়িয়ায় হরতালের পরও সেখানকার নির্বাচন বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়