1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাইন্ডলেস বিহেভিয়ার’

৭ জুলাই ২০১৩

ভালো কিছুর আশা খুব কম লোকেরই ছিল৷ ছেলেগুলোর বয়স খুব কম, ব্যান্ডের নাম ‘মাইন্ডলেস বিহেভিয়ার’ – একটু নজর হয়তো পড়ে, তাই বলে মনযোগ কেন দেবে মানুষ? যুক্তরাষ্ট্রের চার কিশোর কিন্তু সাময়িক তাচ্ছিল্য সামলে জয় করেছে হৃদয়৷

https://p.dw.com/p/1934X
ছবি: picture alliance/dpa

পাশ্চাত্যের সংগীতের সঙ্গে পরিচিত অনেকে নিশ্চয়ই ‘মাইন্ডলেস বিহেভিয়ার' নামটা শুনেছেন৷ প্রডিজি, প্রিন্সটন, রে রে আর রক রয়্যাল – এই চার কিশোর এ নামের ব্যান্ড নিয়েই যাত্রা শুরু করেছিল পাঁচ বছর আগে৷ তখন তারা নিতান্তই কিশোর৷ হাই স্কুলেও যাওয়া হয়নি৷ ২০১১ সালে প্রথম অ্যালবাম ‘মাই গার্ল' নিয়ে শ্রোতাদের কাছে আসার সময়ও প্রত্যেকেই ছিল কিশোর৷ ‘অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড' নামের সর্বশেষ অ্যালবামটি বাজারে এসেছে গত মার্চে৷ সেই থেকে তাদের রমরমা অবস্থা৷ চার টিন-এজ এখন সব জায়গায় উপভোগ করছে তারকার মর্যাদা৷ জাস্টিন বিবার, জ্যানেট জ্যাকসন, দ্য ব্যাকস্ট্রিট বয়েজ-এর পাশাপাশি একই মঞ্চে গান শোনায় ‘মাইন্ডলেস বিহেভিয়ার', শ্রোতামন ঠিকই জড়ায় ভালোবাসার গভীর থেকে গভীরতম বন্ধনে৷ ‘অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড' শুরুতেই জায়গা করে নিয়েছিল বিলবোর্ডের ছয় নম্বরে, সেরা দু'শ অ্যালবামের তালিকায় সবার ওপরে উঠতেও খুব একটা সময় লাগেনি – শিল্পীদের বয়স কম আর ব্যান্ডের নাম ‘মাইন্ডলেস বিহেভিয়ার' হলেও যুক্তরাষ্ট্রের তিন ‘আর অ্যান্ড বি' এবং ‘হিপহপ' গায়ককে কেউ অগ্রাহ্য করে কী করে!

Justin Bieber
জাস্টিন বিবারের সঙ্গে একই মঞ্চে গান গেয়েছে ‘মাইন্ডলেস বিহেভিয়ার'ছবি: AP

প্রডিজি, প্রিন্সটন, রে রে আর রক রয়্যালকে এক সময় তাচ্ছিল্যও সইতে হয়েছে অনেক৷ ‘অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টুর'-এর আওতায় বিশ্বের ২৬টি শহরে সফর শুরুর আগে সেই দিনগুলোর কথা খোলা মনেই বলেছে তারা৷ সংগীতের ভুবনে পা রাখায় হাই স্কুলেই যাওয়া হয়নি৷ সে আফসোস ভুলতে এখন স্কুলপড়ুয়া মেয়েবন্ধুকে দু'দিন অন্তত স্কুলে নিয়ে যাওয়ার অনুরোধ করতে হয় তাদের৷ শিক্ষা প্রতিষ্ঠানে কাটানো শৈশব চারজনের কারো কাছেই খুব আনন্দের ছিলনা৷ প্রিন্সটন তো বার্তাসংস্থা এপি-কে দেয়া সাক্ষাৎকারে বলেই দিয়েছে, ‘‘স্কুলে আমাকে ভয় দেখিয়ে সবকিছু করতে বাধ্য করা হতো৷'' স্কুল ছাড়ার পর সংগীতে? সেখানে শুরুর অভিজ্ঞতা নাকি আরো খারাপ ছিল, প্রিন্সটনই জানিয়েছে, ‘‘বলা হতো আমি নাকি খুব নাদুসনুদুস৷ তুমি কখনোই পারবেনা৷ তোমার এই গুণ নেই...৷'' বয়স যাদের এখনো ১৬ থেকে ১৭ বছরের মধ্যে, তারা কী পারে তা তো করে দেখিয়েছে৷ এখনো দেখাচ্ছে৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য