1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে ডিএনএ গবেষণা

জাহিদুল হক৩০ আগস্ট ২০১৩

ডিএনএ শনাক্তকরণ পদ্ধতি আরও সস্তা এবং সহজলভ্য করার জন্য কাজ করছেন নুরুজ্জামান খান৷ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে তিনি জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন৷

https://p.dw.com/p/19Yu7
ছবি: DW/M. Haque

ডিএনএ ছাড়াও সহজে ও কম খরচে রোগ শনাক্তকরণের লক্ষ্যে এক ধরনের বায়ো-সেন্সর তৈরির কাজ করছেন নুরুজ্জামান ও তাঁর সহকর্মীরা৷ এক্ষেত্রে তাঁরা ‘ইউভি লিথোগ্রাফি' পদ্ধতি ব্যবহার করছেন৷ ‘‘এটা সর্বাধুনিক একটা পদ্ধতি যে কারণে কাজগুলো আরও সহজলভ্য ও সস্তা হবে,'' বলেন তিনি৷

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সংশ্লিষ্টরাও তাঁর গবেষণা থেকে উপকৃত হবেন বলে আশা নুরুজ্জামানের৷

বৃত্তি নিয়ে জার্মানিতে আসার আগে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত ছিলেন৷