1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নূর হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার ঢাকায়

৯ নভেম্বর ২০১০

বিরোধীদের সংসদে আসতে বললেন হাসিনা৷ ভারতকে ট্রানজিট ফি দিতে হবে জানালেন অর্থমন্ত্রী৷ এদিকে নূর হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার৷ সংবাদপত্রের শিরোনাম আজ এসবই৷

https://p.dw.com/p/Q21P
হাসিনা, খালেদা, সংসদ, নূর হত্যা,প্রধানমন্ত্রী, বাংলাদেশ, মুহিত, ট্রানজিট, Bangladesh, Parliament, Hasina, Khaleda, Muhit, Nur killing, Supriyo Bandyopadhyay, dw,Prime minister, EU
বিরোধীদের সংসদে আসতে বললেন হাসিনাছবি: picture-alliance/ dpa

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ও গণতন্ত্রকে আরো কার্যকর করতে রাজপথের পরিবর্তে সংসদে এসে কথা বলার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ সোমবার ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে বিরোধী দলের প্রতি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী৷ বেশ কয়েকটি সংবাদপত্র এই খবর দিয়েছে৷ প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে আরো কার্যকর করার জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেছেন, ইতিমধ্যেই সরকার জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে৷ ইইউ-র বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাঁর ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে৷

ট্রানজিট ফি দিতে হবে ভরতকে : মুহিত

প্রধান বিরোধী দলের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুস্পষ্ট করে বলেছেন, ট্রানজিট সুবিধার বিনিময়ে ভারতকে অবশ্যই ফি দিতে হবে৷ মুহিত বলেন, ট্রানজিটের বিরোধিতা করে বিএনপি চেয়ারপারসনের দেওয়া বক্তব্যে 'ভাষাগত ভুল' আছে৷ প্রসঙ্গত, গত রোববার এক জনসভায় খালেদা জিয়া ট্রানজিট নিয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, শুল্ক বা ফি ছাড়া বাংলাদেশের ওপর দিয়ে কোনো বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না৷ ট্রানজিটসহ বিভিন্ন ইস্যুতে সরকার 'দেশবিরোধী' অবস্থান নিয়েছে দাবি করে ঈদের পর এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বিরোধীদলীয় নেত্রী৷ তিনি এ সংক্রান্ত চুক্তি বাতিলেরও দাবি জানান৷ খালেদার বক্তব্যের জবাবে সোমবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘বিএনপির বক্তব্যে কিছু ভাষাগত ভুল আছে৷ তাদের এই বক্তব্য রাজনৈতিক৷ তারা বলছে, শুল্ক ছাড়া ট্রানজিট দেওয়া যাবে না৷''

নূর হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শেরে-বাংলা নগর থেকে তাদের গ্রেপ্তার করে৷ এরা হল- আশরাফুল ইসলাম ওরফে মিঠু (২৫), মো. বাদশা (২৮) ও লুৎফর রহমান (৩১)৷ পুলিশ বলেছে, এরা সবাই যুবলীগ কর্মী৷ মামালার এজাহারে এদের নাম রয়েছে৷ তাদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামে৷ নাটোর পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জানা যায়, ধৃতদের মধ্যে লুৎফরের ছবি ভিডিও ফুটেজে দেখা গেছে৷ নাটোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আসামিদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা