1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেকেড মোল ব়্যাট-এর রহস্য

৩১ জানুয়ারি ২০১৭

ইংরেজিতে বলে মোল, ইঁদুরের মতো একটি জীব, যারা মাটির তলায় থাকে৷ ‘নেকেড মোল ব়্যাট’ কিন্তু প্রকৃতির আরেক আশ্চর্য – বিশেষ করে মলিকিউলার বায়োলজিস্টদের কাছে৷

https://p.dw.com/p/2WdKV
নেকেড মোল ব়্যাট
ছবি: picture-alliance/dpa/dpaweb

নেকেড মোল ব়্যাট বলতে ছুঁচো জাতীয় যে লোমহীন ইঁদুর গোত্রীয় জীবটিকে বোঝায়, তাদের নানা বৈশিষ্ট্য আছে৷ স্তন্যপায়ী জীবরা সাধারণত দঙ্গল বেঁধে বাস করে না৷ পোকামাকড়দের মতো এই নেকেড মোল ব়্যাটদেরও শ্রমিক মোল ব়্যাট, সৈনিক মোল ব়্যাট, রানি মোল ব়্যাট ইত্যাদি আছে৷ শুধু রানির একা বাচ্চা হয়৷ বিবর্তনের প্রক্রিয়ায় নেকেড মোল ব়্যাটদের প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হয়েছে৷ তার ফলে নেকেড মোল ব়্যাটদের এমন কিছু গুণাগুণ আছে, যা বিজ্ঞানীদের কাছে খুবই কৌতূহলোদ্দীপক৷

বার্লিনের ম্যাক্স-ডেলব্র্যুক-সেন্টার ফর মেডিসিনের মলিকিউলার বায়োলজিস্ট গ্যারি লেভিন নেকেড ব়্যাট মোলদের নিয়ে বেশ কয়েক বছর ধরে গবেষণা করছেন৷ লেভিন বলেন, ‘‘বিবর্তন এই নেকেড মোল ব়্যাটদের মধ্যে কী ধরনের মলিকিউলার পরিবর্তন ঘটিয়েছে, যার ফলে তারা এমন চরম বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে পেরেছে, সেটা জানাই হলো আমাদের লক্ষ্য৷''

গবেষকরা নেকেড মোল ব়্যাটদের কোষে এমন সব প্রণালী খুঁজে পেয়েছেন, যার দরুণ এই জীবগুলি প্রায় কোনো ব্যথা-বেদনা অনুভব করে না৷

দীর্ঘজীবী

নেকেড মোল ব়্যাটদের জেনোমে আরো একটি বিশেষত্বের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ তাকে দেখলে সেটা বোঝা না গেলেও, নেকেড মোল ব়্যাটরা বহুদিন তরুণ থাকে৷ তৃতীয়ত, একটি রোডেন্ট বা তীক্ষ্ণদন্তী প্রাণীর পক্ষে তারা অনেকদিন বাঁচে৷ ম্যাক্স-ডেলব্র্যুক-সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের জেন রেজনিক জানালেন, ‘‘যেহেতু তারা কোনোরকম রোগ-ব্যাধি ছাড়া ৩০ বছর অবধি বাঁচে, সেহেতু আমরা দেখতে চাই, ওদের মেটাবলিজমে এমন কী বিশেষত্ব আছে যে ওদের ডায়াবেটিস বা হার্টের রোগ কিংবা ক্যানসার ইত্যাদি হয় না৷''

নেকেড মোল ব়্যাটরা ঘাসপাতা খেতে ভালোবাসে৷ ওদের জল খাবার দরকার পড়ে না, খাবার থেকেই পর্যাপ্ত পানি পায়: এটাও শুষ্ক এলাকার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রমাণ৷ মাটির তলায় ওদের গর্তগুলোয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে৷ নেকেড মোল ব়্যাটরা কম অক্সিজেনে বাঁচতে পারে৷ ম্যাক্স-ডেলব্র্যুক-সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের গ্যারি লেভিন বললেন, ‘‘এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কেননা এটা মানুষের উপকারে আসতে পারে৷ যেমন সেরিব্রাল থ্রম্বোসিসের মূল সমস্যা হলো, তা থেকে মস্তিষ্কের ক্ষতি হয়৷ কারণ, ব্রেন যথেষ্ট অক্সিজেন পায় না৷''

নেকেড মোল ব়্যাট
নেকেড মোল ব়্যাটছবি: Daniel Bishton

নেকেড মোল ব়্যাটরা গবেষণার একটি বিশেষ ক্ষেত্র৷ অপরদিকে মোল ব়্যাটরা অতি ধীরে বংশবৃদ্ধি করে বলে গবেষকরা তার জেনোম সংক্রান্ত রহস্য অনুসন্ধান করার অপর একটি পন্থা অনুসরণ করছেন৷ মোল ব়্যাটের কিডনি সেল নিয়ে পরীক্ষা করা হচ্ছে আধুনিক স্টেম সেল পদ্ধতিতে৷

ম্যাক্স-ডেলব্র্যুক-সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের কার্লিয়েন ডেবুস জানালেন, ‘‘আমরা এই কিডনি সেলগুলো থেকে স্টেম সেল তৈরি করার চেষ্টা করি, যাতে বিভিন্ন ধরনের সেল সৃষ্টি করা সম্ভব হয় – যেমন নিউরন বা প্যানক্রিয়াসের সেল, যা দিয়ে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা যায়৷ এভাবে আমাদের সর্বদা কোনো নেকেড মোল ব়্যাট বা তার টিস্যুর প্রয়োজন পড়ে না৷ ঐ সব সেল দিয়েই এক্সপেরিমেন্ট করা যায়৷''

মাবেল গুন্ডলাখ/এসি

উলঙ্গ ইঁদুরের কার্য-কারখানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান