‘নেটিকেট’: ইন্টারনেট ভব্যতা | পাঠক ভাবনা | DW | 15.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নেটিকেট’: ইন্টারনেট ভব্যতা

ডয়চে ভেলে তার ওয়েবসাইট ডিডাব্লিউ-ডট-কম এবং টুইটার ও ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আপনাদের মতামত কামনা করে৷ এক্ষেত্রে আমরা চাই বন্ধুত্বপূর্ণ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আদানপ্রদান৷

কাজেই আমাদের অনুরোধ, ডিডাব্লিউ-এর ‘নেটিকেট’ মেনে চলুন৷ আমাদের সম্পাদকেরা আপনাদের মতামত যাচাই ও প্রয়োজনে তা সম্পাদনা এবং সংক্ষিপ্ত করার অধিকার রাখেন৷ ওয়েবসাইটে কোনো মন্তব্য জমা পড়ার পর তা প্রকাশের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে৷ যে ধরনের মন্তব্য আমাদের সাংবাদিকতা সংক্রান্ত নীতির বিরোধী, তা ‘ডিলিট’ করা হবে, অর্থাৎ মুছে দেওয়া হবে৷ এছাড়া যে সব ব্যবহারকারী বারবার আমাদের নীতিমালা উপেক্ষা করবেন, আমরা তাদের ‘ব্লক’ করব৷

১) ভাষা

আপনার মতামত বাংলা ভাষায় জানান৷ ইংরেজি ভাষায়ও মন্তব্য করতে পারেন৷ তবে এই দু’টি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় লেখা মতামত/মন্তব্য ডিলিট করা হবে৷

২) বিষয়বস্তু

যাবতীয় জাতিবাদী, যৌন উত্তেজনামূলক, নারীদের প্রতি অবমাননাকর, বিদেশি-বহিরাগতদের প্রতি বিদ্বেষসূচক, বৈষম্যবাদী এবং অপমানকর বিষয়বস্তু ‘ডিলিট’ করা হবে৷ প্ররোচনামূলক অপপ্রচার অথবা সহিংসতাকে প্রশ্রয় দেয়- এমন বিষয়বস্তুর ক্ষেত্রেও একই ব্যবস্থা নেয়া হবে৷ ‘ট্রলিং’ অথবা ‘ফ্লেমিং’ নিষিদ্ধ৷ চেইন লেটার, জাংক মেইল, স্প্যাম, প্রোমোশনাল বিষয়বস্তু কিংবা বিজ্ঞাপন একেবারে নিষিদ্ধ৷ অর্থাৎ এমন বিষয়বস্তুও তৎক্ষণাৎ ‘ডিলিট' করা হবে৷ যেসব ব্যবহারকারী এই ধরনের বিষয়বস্তু বিতরণ করেন, ডয়চে ভেলের তাঁদের ব্লক করার এবং তাঁদের নাম ‘রিপোর্ট’ করার অধিকার থাকবে৷

তাই সব বিষয়বস্তু যেন আমাদের পরিবেশিত বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত বা প্রাসঙ্গিক থাকে, সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করা হচ্ছে৷ সব ব্যবহারকারীর স্বার্থে অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বর্জন করা উচিত, নয়ত আমাদের সংশ্লিষ্ট সম্পাদকেরা তা ‘ডিলিট' করবেন৷ ‘ক্রস পোস্টিং’-এর ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য৷

৩) বার্তাশৈলী

বিতর্ক দেখা দিলেও, দয়া করে নিজের মতামত ন্যায্য উপায়ে, বস্তুনিষ্ঠভাবে জ্ঞাপন করার চেষ্টা করবেন৷ অন্যের মত প্রকাশের স্বাধীনতা মেনে নিয়ে, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবেন৷ অন্যদের প্রতি সেই ধরনের আচরণ করবেন, যা আপনি নিজেও প্রত্যাশা করেন৷

৪) বার্তার আকৃতি

দয়া করে ইংরেজিতে শুধুমাত্র বড় হাতের অক্ষরে লিখবেন না: সেটাকে ‘ইয়েলিং’ বা উচ্চকণ্ঠ বলে মনে হতে পারে৷ একই সঙ্গে একাধিক বিরামচিহ্নের ব্যবহারও কাম্য নয় (???? অথবা !!!!)৷ ডাউনলোডের সময় যাতে বেড়ে না যায়, সেজন্য আপনার অডিও কিংবা ভিডিও মেটিরিয়াল দশ মিনিটের বেশি লম্বা না হওয়াটাই বাঞ্ছনীয়৷ এছাড়া পিডিএফ-এর দৈর্ঘ্য পাঁচ মিনিটের বেশি হওয়া উচিত নয়৷

৫) স্বত্ব/উদ্ধৃতি

অন্য ব্যবহারকারীদের থেকে নেওয়া উদ্ধৃতি পোস্ট করার সময় দেখবেন, যেন তা উদ্ধৃতি হিসেবে চেনা যায়৷ বিশিষ্ট ব্যক্তি, সংবাদপত্রের প্রবন্ধ, পুস্তক ইত্যাদি থেকে উদ্ধৃতি দেবার সময় দয়া করে উদ্ধৃতির সূত্র ও লেখকের নাম জানাবেন৷ আপনি যদি সংরক্ষিত স্বত্বের কোনো বিষয়বস্তু ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করে নেবেন যে, আপনার তা ব্যবহারের অধিকার রয়েছে৷ স্বত্ব সম্পর্কে নিশ্চিন্ত না হলে, দয়া করে সে ধরনের বিষয়বস্তু ব্যবহার করবেন না৷

৬) ব্যক্তিগত ‘প্রাইভেসি’

ঠিকানা অথবা টেলিফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা চলবে না৷ তৃতীয় ব্যক্তির ব্যক্তিগত মেইল অথবা মেসেজ থেকে নেওয়া বিষয়বস্তু সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের অনুমতি ছাড়া প্রকাশ করা চলবে না৷ আপনার নিজের স্বার্থেই ফোন নম্বর অথবা ডাকঠিকানার মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকুন৷

টুইটার, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে আমাদের পরিবেশনায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আমাদের এই নীতিমালা মেনে নিচ্ছেন৷ ডিডাব্লিউ-র পরিবেশনায় যে সব মন্তব্য এবং প্রকাশ্য ফিডব্যাকের সুযোগ আছে, সেগুলো ব্যবহার করার অর্থও এই নীতিমালা মেনে নেওয়া৷

কোনো সম্ভাব্য ভুলভ্রান্তি, তথ্য হারানো কিংবা তথ্যের ক্ষতির জন্য ডয়চে ভেলে কোনোরকম দায়িত্ব গ্রহণ করছে না৷ আশা করছি, আপনারা আমাদের সঙ্গে মতের আদানপ্রদান উপভোগ করবেন৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন