‘নেতারা পথে না নামলে চিন্তা করে লাভ নেই' | পাঠক ভাবনা | DW | 26.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নেতারা পথে না নামলে চিন্তা করে লাভ নেই'

‘ভবিষ্যতের আন্দোলন নিয়ে চিন্তিত বিএনপির শীর্ষ নেতারা' – এই প্রতিবেদনকে কেন্দ্র করে ফেসবুকে আমরা লিখেছিলাম – ‘একদিকে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটে ভাঙনের আলামত৷ এর সঙ্গে সোমবারের ‘ফ্লপ' হরতাল বিএনপিকে ভাবিয়ে তুলেছে৷'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

এতে আমরা নানা রকম মন্তব্য পেয়েছি৷ পাঠকবন্ধু মেহেদি হাসান লিখেছেন, ‘‘বিএনপি থাকবে মানুষের অন্তরে, কেউ সেখান থেকে তাদের মুছতে পারবে না৷’’

মো. রাহুল খানের মন্তব্য, ‘‘স্বপ্ন স্বপ্নই থেকে যাবে৷''

মিজানুর রহমান খান লিখেছেন, ‘‘বিএনপি শেষ!!''

মো. মোরসির কথায়, ‘‘নেতারা রাজপথে নামলে বাংলার মানুষও নামবে৷ আর তাঁরা না নামলে চিন্তা করে লাভ নেই৷''

বন্ধু ইমতিয়াজ রানা লিখেছেন, ‘‘ফ্লপ হরতাল বলতে কী বোঝায়? বোমা মারা, গাড়ি ভাঙচুর করা – এগুলো না করলেই কি ‘ফ্লপ'?''

শেখ আব্দুল হান্নান জানিয়েছেন, ‘‘আজকে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় তো প্রচুর লোক দেখলাম টিভিতে৷''

বন্ধু হান্নানের কথার জের ধরেই মোসফিকুর রহমান লিখেছেন, ‘‘...বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটিরও বেশি৷ জনসভায় তো লোক হবেই! জনসভায় লোক সমাগম দিয়ে কি কচু চাষ করবেন? এখন বিএনপির দরকার উপযুক্ত আর সংগ্রামী কর্মী, জনসভার মানুষ নয়! জনসভার মানুষ ধুয়ে নেত্রীরে পানি খেতে বলেন৷ তাঁর এখন কাজের কাজ করার মতো লোক একেবারেই নেই৷ বলতে গেলে সেই খাতা শূন্য৷''

- বন্ধুরা, আমাদের ফেসবুক পাতায় এ মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ৷ তবে অনেকেই কিন্তু নিজস্ব মতামত না জানিয়ে বা বিষয়ভিত্তিক কিছু না লিখে নানা ধরণের বিজ্ঞাপন ‘পোস্ট' করছেন৷ তাঁদের কাছে আমাদের অনুরোধ, মন্তব্যের ঘরে শুধু আপনাদের সুচিন্তিত মতামতই দিন৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন