1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন চিগুম্বুরা

১ মে ২০১১

এল্টন চিগুম্বুরা জিম্বাবোয়ের ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন৷ ব্যক্তিগত পারফরমেন্সের দিকে নজর দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/117Bv
বাংলাদেশ ও জিম্বাবোয়ের একটি ম্যাচের দৃশ্য (ফাইল ফটো)ছবি: AP

গত বছর মে মাসে পঁচিশ বছরের এই অল রাউন্ডারকে স্পিনার প্রসপার উৎসেয়ার পরিবর্তে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়৷ কিন্তু চিগুম্বুরা মনে করেন, অধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষতি হচ্ছে৷ এছাড়া সম্প্রতি বিশ্বকাপে দলের বিপর্যয়ের পর সমালোচনার মুখে পড়েন তিনি৷ ক্যানাডা ও কেনিয়াকে হারাতে পারলেও জিম্বাবুয়ে হেরেছে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে৷

আর এ অবস্থায় স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব মোটেই উপভোগ করছেননা চিগুম্বুরা ৷ বরং এটি তাঁর জন্য চাপ হয়ে দাড়িয়েছে৷

চিগুম্বুরা বলেন, ‘‘বিশ্বকাপ থেকে ফিরে দীর্ঘসময় ধরে পরিবার ও বন্ধুদের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা বলেছি৷ কেউ কেউ এখনও মনে করছেন আমার থাকা উচিত৷ কিন্তু অন্যান্যরা আবার আমার সঙ্গে একমত যে, নিজের খেলার দিকে আমার মনোযোগ দেওয়া উচিত৷ দলকে নেতৃত্ব দেওয়ার কাজটা অন্য কেউ করুক৷''

চিগুম্বুরা আরও বলেন, ‘‘নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে কাঁধ থেকে চাপ অনেকটাই কেটে যাবে৷ এতে নিজের ফর্ম ফিরে পাওয়া সহজ হতে পারে৷'' চাপ মুক্ত হলে দ্রুত নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি৷

জিম্বাবুয়ের পত্রিকা নিউজ ডে'র এক প্রতিবেদনে চিগুম্বুরা বলেছেন, ‘‘ব্যাটে রান এবং বল হাতে উইকেট নেওয়ার জন্য আমি অধিনায়ক নির্বাচিত হয়েছিলাম৷ তবে শেষ তিনমাসে আমি সামর্থ্য মতো এ কাজ করতে ব্যর্থ হয়েছি৷''

এদিকে, উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা এবং ব্রেন্ডন টেলরের নাম শোনা যাচ্ছে চিগুম্বুরার জায়গায়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম