1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেলসন ম্যান্ডেলা : কারামুক্তির ২০ বছর

১১ ফেব্রুয়ারি ২০১০

স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সারা দক্ষিণ আফ্রিকা ছিল উৎসবমুখর৷ ম্যান্ডেলা নিজে উপস্থিত হন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে৷

https://p.dw.com/p/Lz0t
২০ বছর আগে সেই দিনটিতে ম্যান্ডেলাছবি: AP

দক্ষিণ আফ্রিকায় স্মরণ করা হয়েছে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারির সেই মাহেন্দ্র্যক্ষণের কথা, যখন ২৭ বছরের বন্দিদশার পর কেপটাউনের পুবে ভিক্টর ভার্স্টার কারাগার থেকে মাথা উঁচু করে বেরিয়া আসেন নেলসন ম্যান্ডেলা৷ সূচিত হয় দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গবিরোধী বর্ণবাদী ব্যবস্থার অবসান৷ কারাগারের দোরগোড়ায় জমায়েত হয়েছিলেন বিশ্বের বহু দেশের সাংবাদিক৷ তাঁদেরই একজন সেদিন তাঁর ঐতিহাসিক রিপোর্টে বলেছিলেন: ‘‘ঐ যে ম্যান্ডেলা, মি: নেলসন ম্যান্ডেলা, মুক্ত এক মানুষ হিসেবে নতুন এক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম পা রাখছেন৷''

এর মাত্র কয়েক ঘন্টা পর ম্যান্ডেলা উপস্থিত হন কেপটাউনের কেন্দ্রস্থলে৷ সঙ্গে ছিলেন তাঁর তখনকার স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা এবং তাঁর দল আফ্রিকান জাতীয় কংগ্রেস এএনসি-র মহাসচিব সিরিল রামাফসা৷ সেখানে তখন তিন হাজারেরও বেশি উত্তেজিত, উৎফুল্ল মানুষ তাঁকে স্বাগত জানাতে উপস্থিত৷ ম্যান্ডেলা তাঁদের উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনাদের সামনে আজ আমি উপস্থিত কোন প্রফেট হিসেবে নয়, আপনাদের অর্থাৎ জনগণেরই বিনম্র এক সেবক হিসেবে৷ আজ এই যে আমি এখানে, আপনাদের অক্লান্ত আর বীরোচিত ত্যাগের ফলেই তা সম্ভব হয়েছে৷ আমার জীবনের বাকি বছরগুলো আমি আপনাদের হাতেই সমর্পণ করছি৷''

Flash-Galerie Nelson Mandela
১৯৯০ সালের ২৩শে জুন প্রায় ২ লক্ষ মানুষের সমাবেশে ম্যান্ডেলাছবি: AP

এই ম্যান্ডেলাই বর্ণবৈষম্যহীন নতুন দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ ১৯৯৩ সালে দেশের শ্বেতকায় সংস্কারবাদী রাজনীতিক ফ্রেডেরিক ভিলেম দা ক্লার্ক-এর সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি৷ ১৯৯৯ সালে গণতান্ত্রিক নির্বাচনের পর প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন ম্যান্ডেলা৷

ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বর্ষপূর্তি পালন করতে প্রতীক হিসেবে সেই ভিক্টর কারাগারের দরজা দিয়ে বেরিয়ে আসেন বৃহস্পতিবার তাঁর বর্ণবাদবিরোধী সংগ্রামের সাথী আহমেদ কাথরাদা এবং এএনসি-র বেশ কয়েকজন নামি নেতা৷ পরে এএনসি, সংযুক্ত কমিউনিস্ট পার্টি ও শ্রমিক ইউনিয়ন আন্দোলনের নেতারা কারাগার ফুটবল মাঠে সমবেত প্রায় ৫০০০ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন৷ ম্যান্ডেলা নিজে অবশ্য সেখানে যাননি৷

৯১ বছর বয়স্ক এই জননেতার ওপর বর্ষিত হয়েছে ভালবাসা, শ্রদ্ধা আর প্রশংসার অবিরল ধারা৷ বর্ণবৈষম্যবাদ আপারটাইট-এর বিরুদ্ধে লড়াই-এর এক নামি ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশপ ডেসমন্ড টুটু তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই দিনে৷ বলেছেন, নেলসন ম্যান্ডেলা যেদিন কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন সেদিনই অবমাননার সমাপ্তি শুরু হবার অঙ্গীকার মিলেছিল৷ এই উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে সংবাদপত্রের বিশেষ ক্রোড়পত্র৷ প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা৷ বিশ্বের নেতৃবৃন্দও ম্যান্ডেলার প্রতি জানিয়েছেন অকৃত্রিম শ্রদ্ধা৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক, সম্পাদনা: সঞ্জীব বর্মন